ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরস্বতী আরাধনায় সবচেয়ে বড় আয়োজন জগন্নাথ হলে (ভিডিও)

মানিক শিকদার, একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৭, ২৬ জানুয়ারি ২০২৩ | আপডেট: ২০:১২, ২৬ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বিদ্যা ও সঙ্গীতের দেবিকে আরাধনায় উপমহাদেশের সবচেয়ে বড় আয়োজন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। কেন্দ্রীয় মন্দির ছাড়াও মাঠে আরো ৭৩টি মণ্ডপে সরস্বতী প্রতিমা স্থাপন করে বাণী অর্চনায় মেতেছেন শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের ভক্তরা। 

শাস্ত্র অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পড়াশোনাসহ ললিতকলায় ভালো করার আশায় মূলত দেবী সরস্বতীর আরাধনা করেন শিক্ষার্থীরা। পূজাসহ অঞ্জলিতে সমবেত হন অন্যরাও। 

ঢাকা বিশ্ব বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্ব স্ব বিভাগের প্রতীকে মা সরস্বতীকে সাজিয়ে স্থাপন করেছেন জগন্নাথ হলের মাঠে সারিবদ্ধভাবে স্থাপিত ৭৩টি পূজামণ্ডপে।

বার্ষিক এই ব্যতিক্রমী আয়োজনে উচ্ছ্বাসে মেতেছেন সব বয়সের ভক্তরা।

পুরোহিতের মন্ত্র পাঠ, অঞ্জলি, যজ্ঞ ও প্রার্থনার মাঝে নিহিত সবার দেবিভক্তি।

একজন ভক্ত বলেন, "নতুন নতুন যা নলেজ আছে তা যেনো গ্যাদার করতে পারি। আর যেনো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ে থাকে।" 

বিদ্যার পাশাপাশি বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্যও মায়ের কাছে প্রার্থনা ভক্তদের। 

রাজধানীর পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকেও ভক্তরা ছুটে এসেছেন দেবি দর্শনে । একজন মা বলেন, "আমার বাচ্চার হাতেখড়ি। আমাদের বাচ্চাদের যেনো বিদ্যাবুদ্ধি দান করে এটাই চাওয়া।" 

আদরের সন্তানদের নিয়ে এসেছেন অভিভাবকরা, দেবি মায়ের চরণের ছোঁয়ায় শিশুদের দেয়া হয়েছে হাতেখড়ি।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি