শনিবার ঢাকায় শুরু হচ্ছে একাদশ যাকাত ফেয়ার
প্রকাশিত : ১৮:৪৪, ৯ মার্চ ২০২৩
‘মেকিং এ ডিফারেন্স উইথ যাকাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১১ ও ১২ মার্চ শনি ও রোববার অনিুষ্ঠিত হবে ২ দিনের যাকাত ফেয়ার।
ঢাকার গুলশান তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি কমিউনিটি সেন্টারে একাদশ বারের মত অনুষ্ঠিত হবে।
১১ মার্চ শনিবার সকাল সাড়ে দশটায় এই ফেয়ারের উদ্বোধন করবেন ইকোনমিক রিসার্চ গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
এবারের যাকাত ফেয়ারে স্পন্সর হিসেবে রয়েছে এক্সিম ব্যাংক, রহিমআফরোজ, কোহিনুর ক্যামিকেল, রহিম
স্টিলসহ দেশের বিভিন্ন সনামধন্য প্রতিষ্ঠান।
বিভিন্ন যাকাত প্রতিষ্ঠানের স্টলসহ ফেয়ারে যাকাত কনসালটেশন ডেস্ক, বিভিন্ন ইসলামিক বইয়ের স্টল থাকবে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যাকাত ফেয়ার আয়োজনের ঘোষণা দেন ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্য সচিব জনাব এ এম এম নাসির উদ্দিন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান এবং রহিমআফরোজ গ্রুপের ডিরেক্টর জনাব নিয়াজ রহিম, সাবেক সচিব আরাস্তু খান ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।
যাকাত ফেয়ার সকাল ০৯ টা থেকে সন্ধ্যা ৭.০০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
এসবি/