ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ঢাকা ছেড়েছে প্রথম হজ ফ্লাইট, আরও চারটি যাবে আজই

রাসেল খান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৩, ২১ মে ২০২৩ | আপডেট: ০৮:২৬, ২১ মে ২০২৩

শুরু হয়েছে এবারের হজযাত্রা। রাত ৩টা ২০মিনিটে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটে সৌদি আরব গেছেন ৪১৫ জন মুসল্লী। এছাড়াও দিনের বিভিন্ন সময়ে আরও চারটি ফ্লাইট ১ হাজার ৬শ’ ৮০ জন হজযাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করবে। এবারও বেশিরভাগ হজযাত্রীর সৌদি অংশের ইমিগ্রেশন কার্যক্রম ঢাকায় হচ্ছে। 

চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাওয়ার কথা ছিল ১ লাখ ২৭ হাজার ১শ’৯৮ জনের। তবে কয়েক দফা সময় বাড়িয়েও পূরণ হয়নি কোটা; শেষমেশ যাচ্ছেন ১ লাখ ২২ হাজার ২২১জন হজযাত্রী। বিমানের ১৬২টি ফ্লাইট ৬১ হাজার ১১১ জন মুসল্লীকে সৌদি আরব পৌছে দেবে।

এবার পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটে সৌদি আরব গেছেন ৪১৫জন। সার্বিক ব্যবস্থাপনায় খুশি হজযাত্রীরা।

বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি আরবের রাষ্ট্রদূত জানিয়েছেন, এবার বেশির হজযাত্রীর সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় হচ্ছে। যাত্রীদের প্রয়োজনীয় মালামাল সরাসরি চলে যাবে নির্দিষ্ট গন্তব্যে। 

অনুষ্ঠানে ধর্ম এবং বিমান প্রতিমন্ত্রী জানান, হজের গুরুত্ব বিবেচনা করে যাত্রাকে আরও সহজ করতে নেয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ। 

২২ জুন পর্যন্ত চলবে হজযাত্রীদের সৌদি যাত্রা। বিমানের পাশাপাশি, বেসরকারি ৩ শতাধিক ফ্লাইট হজযাত্রী পরিবহন করবে। এবার ঢাকা ছাড়াও সিলেট-চট্টগ্রাম থেকে চলবে হজ ফ্লাইট। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি