ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

মিনায় যাচ্ছেন হজযাত্রীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ২৬ জুন ২০২৩ | আপডেট: ০৯:০৮, ২৬ জুন ২০২৩

মুসলমানদের অন্যতম ইবাদত হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তপ্ত আবহাওয়া উপেক্ষা করে মুসল্লিরা মিনার উদ্দেশে রওয়ানা হয়েছেন। 

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলছে, এবার ১শ’ ৬০ দেশের ২৫ লাখের বেশি মুসল্লি হজ পালন করবেন। মুসল্লিদের প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হচ্ছে। 

মসজিদুল হারাম থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনা। হজযাত্রীরা নিজ নিজ তাঁবুতে নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত করবেন। 

মঙ্গলবার ফজরের নামাজ আদায় করে প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করবেন মুসল্লিরা। এরপর প্রায় আট কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে রাতযাপন ও পাথর সংগ্রহ করবেন। 

১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে জামারায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। পরে মক্কায় ফিরে তাওয়াফ, সায়ি ও মাথা মুণ্ডনের পরই শেষ তবে হজের আনুষ্ঠানিকতা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি