ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুভ মহালয়া আজ, আনুষ্ঠানিকতা শুরু

পার্থ সারথি

প্রকাশিত : ০৯:২৯, ১৪ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

বাঙালি সনাতন ধর্মালম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূণ্যলগ্ন শুভ মহালয়া আজ। দেবী পক্ষের শুরু। দুর্গাপূজার ক্ষণ গণনা শুরুতে চণ্ডীপাঠের মাধ্যমে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হয় দশভুজা দেবীকে।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় মহলয়ার আনুষ্ঠানিকতা। অংশ নেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। 

সূর্যোদয়ের সময় চন্ডীপাঠের মধ্য দিয়ে আবাহন জানানো হয় দেবীকে।

পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে তর্পণ করা হয়। জানোনো হয়, পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা ।

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উৎসবের রোশনাই। আজ ‘মহালয়া’। তাদের বিশ্বাস, শরতের বাতাসে এখন যেন মন্দ্রিত হচ্ছে রূপংদেহি, জয়ংদেহি, যশোদেহি, দ্বিষোজহির সুরলহরি। ইতিমধ্যে সেজে উঠছে মণ্ডপগুলো। সৌর আশ্বিনের কৃষ্ণপক্ষের নাম ‘মহালয়া’। 

দুর্গোত্সবের তিন পর্ব যথা :মহালয়া, বোধন আর সন্ধিপূজা। মহালয়ায় পিতৃপক্ষ সাঙ্গ করে দেবীপক্ষের দিকে যাত্রা হয় শুরু। ২০ অক্টোবর সায়ংকালে অকালবোধনে খুলে যাবে মা দুর্গার শান্ত-স্নিগ্ধ অতল গভীর আয়ত চোখের পলক।

২০ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পাঁচ দিনের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। ২১ অক্টোবর শনিবার মহাসপ্তমী, ২২ অক্টোবর রোববার মহাঅষ্টমী। সেদিন তাদের কুমারী পূজা থেকে সন্ধিপূজার তিথি। মহানবমী ২৩ অক্টোবর সোমবার। পরের দিন ২৪ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোত্সব।

এবার দেবী দুর্গা স্বর্গলোক থেকে ঘোড়ায় চড়ে মর্ত্যলোক আসবেন। বিদায়ও নেবেন  ঘোড়ায়। 

এদিকে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতারা জানান, এ বছর সারা দেশে দুর্গাপূজার সংখ্যা ৩২ হাজার ৪০৮টি। রাজধানীতে পূজামণ্ডপের সংখ্যা ২৪৫টি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি