ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইবাদতে শুদ্ধাচার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১০, ১৫ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

ইসলামের পাঁচটি স্তম্ভ। বিশ্বাস, নামাজ, যাকাত, রোজা ও হজ। বিশ্বাসের পরই নামাজের স্থান। নামাজের পরই যাকাত ও দানের গুরুত্ব। কোরআনে ৮২টি আয়াতে নামাজের উল্লেখ রয়েছে। এর মধ্যে ২৮টি আয়াতে নামাজের সাথেই যাকাত আদায়ের কথা বলা হয়েছে। দানের নির্দেশনা দেয়া হয়েছে ৫০টিরও বেশি আয়াতে। আর সঠিক জীবনদৃষ্টি লাভে কোরআনের জ্ঞান অর্জনকে করা হয়েছে ফরজ।

শুদ্ধাচারের এই পর্বে ওজু করার সময় করণীয়-বর্জনীয় বিষয়গুলোর উপর আলোকপাত করা হয়েছে। 

করণীয়

> ওজু করার আগে মনে মনে ভাবুন−নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর নৈকট্যলাভের জন্যে আপনি পবিত্র হতে যাচ্ছেন।

> খেয়াল রাখুন, ওজু করতে গিয়ে যেন পানির অপচয় হয়ে না যায়। মেসওয়াক/ ব্রাশ এবং মাথা মাসেহ করার সময় পানির কল একটানা ছেড়ে রেখে পানির অপচয় করবেন না। সুযোগ থাকলে মগে পানি নিয়ে ওজুর অভ্যাস করুন।

> পাশাপাশি কয়েকজন ওজু করার সময় অন্যদের গায়ে যেন পানি ছিটে না যায়, সেদিকে খেয়াল রাখুন।

> শুদ্ধভাবে ওজু করার জন্যে শরীরের যে যে অংশে পানি ছোঁয়ানো প্রয়োজন−ভালোভাবে ছোঁয়ান। এমন কিছু ব্যবহার করা থেকে বিরত থাকুন, যার মধ্য দিয়ে ত্বকে পানি প্রবেশ করে না।

> ভালোভাবে কুলি কিংবা দাঁত ব্রাশ/ মেসওয়াক করুন, যেন কোনো খাদ্যকণা মুখের ভেতরে লেগে না থাকে।

> এক ওজুতে কয়েক ওয়াক্ত নামাজ না পড়ে সুযোগ থাকলে নতুন করে ওজু করে নিন। ওজু ধরে রাখার জন্যে অপর্যাপ্ত পানি পান, প্রস্রাব/ পায়খানা চেপে রাখা−কোনোটিই স্বাস্থ্যকর নয়। ওজুর ক্ষেত্রে যাবতীয় আলস্য বর্জনীয়।

> ওজু আছে কিনা−এমন সংশয় থাকলে পুনরায় ওজু করে নিন।

> তন্দ্রা বা ঝিমুনিভাব ওজুুকে দুর্বল করে দেয়। তাই এ ধরনের পরিস্থিতিতে পুনরায় ওজু করুন। এতে সতেজ অনুভব করবেন, নামাজে তৃপ্তি পাবেন।

> ওজু করতে গিয়ে বসার আসন বা মোড়া ভিজে গেলে মুছে রাখুন।

> পানির ব্যবস্থা না থাকলে, ঠান্ডাজনিত অসুস্থতায় বা ডাক্তারের বারণ থাকলে তায়াম্মুম করুন। তায়াম্মুম খুব সহজ। পরিষ্কার শুকনো মাটি বা পাথর বা দেয়ালে দুই হাতের তালু লাগিয়ে হাত ও মুখ মাসেহ করে নিলেই হলো।

বিরত থাকুন

> মুখে সজোরে পানির ঝাপটা দেয়া।

> প্রত্যেক অঙ্গ তিন বারের বেশি ধোয়া।

> বেসিনে পা উঠিয়ে ধোয়া।

> বেশি শব্দ করে কুলি করা।

> তাড়াহুড়ো করা/ অন্যকে অপেক্ষায় রেখে দীর্ঘসময় নিয়ে ওজু করা।

লেখাটি শহীদ আল বোখারী মহাজাতক- এর "শুদ্ধাচার" বই থেকে নেওয়া।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি