ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ইবাদত-বন্দেগীতে পবিত্র লাইলাতুল কদর পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭, ৭ এপ্রিল ২০২৪

ধর্মীয় ভাবগাম্ভির্য আর ইবাদত-বন্দেগীতে পবিত্র লাইলাতুল কদর পালন করলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এসময় আল্লাহ’র সন্তুষ্টি এবং ইহকাল ও পরকালের মুক্তি কামনার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি কামনা করেন তারা। 

রমজান মাসের শেষ দশদিনের বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে বলা হয়েছে। তবে ছাব্বিশ রমজানের দিবাগত রাতকেই পবিত্র এই রাত হিসাবে বিবেচনা করেন ইসলামী চিন্তাবিদরা। এ রাতেই নাজিল হয়েছে পবিত্র কোরআন আর আল্লাহ এই রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলে বর্ণনা করেছেন। 

লাইলাতুল কদরের গুরুত্ব অপরিসীম। তাই আল্লাহ’র সন্তুষ্টি লাভ ও গোনাহ থেকে পরিত্রাণের আশায় রাতভর মসজিদে ভিড় করেন মুসল্লিরা। 

রাজধানীর মসজিদে মসজিদে চলছে শবে কদরের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা। সারাদেশের মসজিদ ও বাড়িতে বসে ধর্মপ্রাণ মুসল্লিরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকিরের মাধ্যমে পূর্ণময় রাত্রটি পার করছেন। অনেকে প্রিয়জনের মাগফেরাত কামনায় করছেন কবর জিয়ারত।

নিজেদের শান্তি ও সমৃদ্ধির পাশাপাশি নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য দোয়া করেন অনেকেই। 

এদিন তারা্বিহ নামাজ শেষে মুসল্লিরা ব্যক্তিগতভাবে ইবাদত বন্দেগি করছেন। কেউ কেউ দলবেঁধে জিকির করছেন। মসজিদ জুড়ে কেউ কদরের নামাজ আদায় করছেন, কেউবা আবার কোরআন শরিফ পড়ছেন।

পবিত্র রমজানে যারা সংযমের বদলে বেশি মুনাফা লাভের আশায় সাধারণ মানুষকে কষ্ট দিয়েছেন, তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইলেন কেউ কেউ। 

নফল নামাজ, জিকির আসগার, কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত ও মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে মহিমান্বিত এই রাত পার করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি