ঢাকা, রবিবার   ৩০ জুন ২০২৪

২১ বাংলাদেশিসহ সৌদিতে ৫৫০ হজযাত্রীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ১৯ জুন ২০২৪ | আপডেট: ১২:৪৫, ১৯ জুন ২০২৪

চলতি বছর হজে গিয়ে গত দুদিনে সৌদি আরবে আরও তিন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত ২১ বাংলাদেশি মারা গেলেন। এদিকে, প্রখর তাপপ্রবাহ ও অসহনীয় গরমের চলতি বছরের হজে মোট মৃত্যু হয়েছে ৫৫০ জনেরও বেশি হজযাত্রীর।

আরব কূটনীতিকের বরাতে বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন ও বাংলাদেশী হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার রাত ৩টা পর্যন্ত বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে মোট ২১ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তদের মধ্যে পুরুষ ১৮ জন, নারী ৩ জন। মক্কায় ১৬ জন, মদিনায় ৪ জন ও জেদ্দায় একজন মারা গেছেন।

এবছর হজে সব থেকে বেশি মারা গেছেন মিশরের নাগরিক। সৌদিতে হজ করতে এসে ৩২৩ জন মিসরীর মৃত্যু হয়েছে। এছাড়া জর্ডানের অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে।

আল-মুয়াইসেমের মর্গে ৫৫০ জনের মরদেহ রয়েছে বলে জানিয়েছেন কূটনীতিকেরা।

প্রসঙ্গত, সৌদি আরবের আইন অনুযায়ী কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান তাহলে তার মরদেহ সৌদিতে দাফন করা হয়। নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না। মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়।

এদিকে, হজ শেষে বৃহস্পতিবার থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি