ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

প্রচণ্ড গরমে এ বছর সহস্রাধিক হজযাত্রীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ২০ জুন ২০২৪

সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় তীব্র তাপদাহ ও অসহনীয় গরমে মৃত হজযাত্রীদের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। তাদের অর্ধেকেরও বেশি অনিবন্ধিত। 

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে এএফপি।

নিহতদের তালিকায় বৃহস্পতিবার নতুন করে মিসরের আরও ৫৮ হজযাত্রীর নাম যুক্ত হয়েছে। 

আরব উপসাগরীয় অঞ্চলের একজন কূটনীতিক এএফপিকে বলেছেন, হজ পালন করতে গিয়ে প্রাণ হারানো সহস্রাধিক হজযাত্রীর মধ্যে কেবল মিসরেরই নাগরিক আছেন ৬৫৮ জন। এর মধ্যে বৃহস্পতিবার নতুন করে মিসরের ৫৮ হজযাত্রীর নাম যুক্ত হয়েছে। 

তবে আরব কূটনীতিকের মতে, ৬৫৮ জনের মধ্যে ৬৩০ জন অনিবন্ধিত ছিল। 

মিসরের বাইরে জর্ডান, ইন্দোনেশিয়া, ইরান, সেনেগাল, তিউনিসিয়া, বাংলাদেশ ও ভারতের নাগরিকরাও রয়েছেন মৃত হজযাত্রীদের তালিকায়। সরকারি তথ্য অনুযায়ী, এবার হজ করতে মক্কায় গিয়ে মারা গেছেন ২৭ জন বাংলাদেশি।

এএপি’র খবরে হজে এবার প্রায় ১০টি দেশের ১ এক হাজার ৮১ জন মারা যাওয়ার কথা বলা হয়েছে। সরকারি বিবৃতি বা বিভিন্ন দেশের প্রতিক্রিয়া নিয়ে কাজ করা কূটনীতিকদের উদ্ধৃতি দিয়ে এএফপি এসব পরিসংখ্যান জানায়।

এ বছর সৌদি আরবে প্রচণ্ড গরম পড়ে। জাতীয় আবহাওয়া কেন্দ্র এই সপ্তাহের শুরুতে মক্কার গ্র্যান্ড মসজিদে সর্বোচ্চ তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস রিপোর্ট করেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি