ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর বাণী  

প্রকাশিত : ১৫:১৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

মানবতার মহান মুক্তি দূত; সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা:) কে আল্লাহ ছোবাহানাহু তায়ালা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এ পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন- তেমাদের জন্য রাসুলের জীবনীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার প্রতিটি কথা, কাজ, অনুমোদন, নির্দেশনা, আদেশ, নিষেধ ও উপদেশ গোটা মানব জাতির দুনিয়া– আখেরাতের কল্যাণের বার্তাবাহী। তার সে কালজয়ী আদর্শ ও অমিয়বাণী দ্যুাতি ছড়িয়ে পথপদর্শন করেছে যুগ যুগান্ততরে আলোকিত  হয়েছে মানবমণ্ডলী।

সাতটি মহাপাপ

সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি হযরত আবু হুরাইরা (রা:) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সা:) বলেছেন- সাতটি ধ্বংসকর মহাপাপ থেকে বাঁচো। সাহাবিগণ জিজ্ঞাস করলেন, হে আলালাহর রাসুল, সে পাপগুলো কি কি? ওাসুল (সা:) বলেন-

১. আল্লাহ তালার সঙ্গে শরীক করা।

২. যাদু করা।

৩. অন্যায়ভাবে কোনও ব্যক্তিকে হত্যা করা।

৪. সুদ খাওায়া।

৫. এতিমের সম্পদ আত্মসাৎ করা।

৬. জিহাদের ময়দান থেকে পলায়ন করা।

৭. সাদাসিধা সৎচরিত্রা মুমিন নারীর প্রতি ব্যাভিচারের অপবাদ দেওয়া।

-(বুখারী, মুসলিম, আবুদাউদ, নাসায়ী)

তিনটি নাজায়েজ কাজ

সাহাবি হযরত সাওবান সাওরী (রা:) থেকে বর্ণিত, রাসুল (সা:) বলেন- তিনটি এমন কাজ রয়েছে যা করা জায়েজ নয়-

১. ইমামের উচিৎ (নেতার) উচিৎ নয় মুক্তাদিদেও (অনুসারীদের) বাদ দিয়ে কেবল নিজের জন্য দোয়া করা। ইমাম (নেতা) যদি কেবল নিজের জন্য দোয়া করে, তবে সে আমানতের খিয়ানত করল।

২. দ্বিতীয় অবৈধ কাজ হলো- কারোর বাড়ির দরজায় গিয়ে বিনা অনুমতিতে ভিতরের দিকে দৃষ্টি নিক্ষেপ করা। এমনটি যে করে তার এ কাজ বিনা অনুমতিতে ঘরের মধ্যে প্রবেশ করার তুল্য, যা নিষিদ্ধ।

৩. তৃতীয় অবৈধ কাজ হচ্ছে- প্রস্রাব্ ও পায়খানার বেগ হ্ওয়া সত্ত্বেও তাতে সাড়া না দিয়ে তা ধারণ করে নামাজ শুরু করে দেওয়া বা জামাতে শামিল হওয়া।

-(আবু দাউদ)

 আললামা জলীল আহসান নদভী কতৃক রচিত ‘যাদেরাহ’ হাদীস গ্রন্থ থেকে সংকলিত

-(আনোয়ারুল কাইয়ূম কাজল)


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি