ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইজতেমায় কড়া নিরাপত্তা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮, ৮ জানুয়ারি ২০২০ | আপডেট: ১০:৩০, ৮ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

টঙ্গীর তুরাগ নদীর তীরে মুসলমানদের ধর্মীয় সমাবেশ তিনদিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে আগামী শুক্রবার। বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে দুই পর্বে। প্রথম পর্বে অংশ নেবেন জোবায়ের অনুসারীরা।

ইতোমধ্যেই ইজতেমা ময়দান, প্রবেশ পথসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব ও পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো। আইন শৃঙ্খলা রক্ষায় থাকবে ১০ হাজার সদস্য।

প্রথম পর্ব শেষ হওয়ার পর চারদিন বিরতি। ১৭ জানুয়ারি থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। ২য় পর্বে অংশ নেবেন সা’দ অনুসারীরা।

ইজতেমায় যাতায়াতের সুবিধার্থে তুরাগ নদীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ৭টি ভাসমান সেতু নির্মাণ করা হয়েছে। মূল বয়ান মঞ্চের নির্মাণ কাজ প্রায় শেষ।

এবারও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা প্রস্তুতিতে সন্তুষ্ট ইজতেমার ময়দানে আসা মানুষ। বিশ্ব ইজতেমাকে সফল করতে পর্যাপ্ত পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করেছে পুলিশ।

র‌্যাবের পক্ষ থেকেও ১০টি অবজারবেশন পোস্ট স্থাপন করা হয়েছে। হেলিকপ্টার টহলসহ সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব ডিজি মো. বেনজীর আহমেদ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি