ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

করোনা সুরক্ষায় দেশে সব মসজিদে দোয়া ও মুনাজাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৬, ৬ মার্চ ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে বায়তুল মুকাররম জাতীয় মসজিসহ দেশের সকল মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বাদ জুমা দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

মুনাজাতে বিশ্বের সকল দেশকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লিগণ দোয়া ও মুনাজাতে অংশ নেন।

সাম্প্রতিক সময়ে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের বিস্তার মহামারী আকার ধারণ করেছে। বিশ্বের সকল দেশের মানুষকে করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখতে এ বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি