ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনা প্রতিরোধে জুমার দিনে ইমাম-মুসল্লিদের করণীয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ২০ মার্চ ২০২০

জুমার নামাজ ইসলামের অন্যতম একটি নামাজ। جُمُعَة (জুমু'আহ) শব্দটি আরবী । এর অর্থ একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া। মুসলমানদের জন্য জুমা একটি অন্যরকম দিন। এদিন আল্লাহর স্মরণ ও গুণকীর্তনে সচেষ্ট হয় এবং দুনিয়াবী কাজ-কর্ম ও ব্যস্ততা পরিত্যাগ করে আল্লাহ প্রদত্ত অপরিহার্য বিধান ফরজ নামাজ আদায় করার জন্য এবং দিলকে ইসলামের আলোয় আলোকিত করার জন্য আল্লাহর ঘর মসজিদে জমায়েত হয়।

এই দিনে অনেক ধর্মপ্রাণ মুসলিমরা একত্রিত হন। মসজিদে গিয়ে নামাজ পড়েন। যেহেতু করোনা মহামারি আকার ধারণ করেছে সেহেতু জুমার নামাজ আদায়ে বাংলাদেশের ইমাম, খতিব, মসজিদ কর্তৃপক্ষ এবং মুসল্লিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন ইসলামী স্কলাররা। 

যেহেতু এই মুহূর্তে আমরা একটি ক্রুশাল মোমেন্ট পার করছি। যেহেতু বাংলাদেশ একটি জনবহুল দেশ। তাই বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সেটি সামাল দেয়া আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে।

বহির্বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো যেহেতু রাষ্ট্রীয়ভাবে জুমার সালাত বন্ধের ঘোষণা এখনও আসেনি, তাই জুমার সালাতে অংশগ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।

খতিব ও ইমামদের উদ্দেশে পরামর্শগুলো হলো-

১. আলোচনা ও খুতবা সংক্ষিপ্ত করুন।

২. স্বাস্থ্য সুরক্ষায় করোনাভাইরাস থেকে বাঁচতে চিকিৎসকদের গাইডলাইনগুলো শেয়ার করুন।

৩. ইসলামে পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়ে আলোকপাত করুন।

৪. তাওবা, ইস্তিগফার ও পাপের জন্য সিজদায় কাঁদতে উদ্বুদ্ধ করুন।
মসজিদ কর্তৃপক্ষকে ডেটল বা সেভলন দিয়ে মসজিদের ফ্লোর মুছে রাখা এবং ওজুখানায় সাবান বা হ্যান্ডসোপ রাখার আহ্বান জানান তিনি।

এ ছাড়া মুসল্লিদের উদ্দেশে চারটি পরামর্শ হলো-

১. নিকটবর্তী মসজিদে জুমার সালাত আদায় করুন।

২. সঙ্গে করে মাস্ক, টিস্যু ও জায়নামাজ নিয়ে যান।

৩. আপাতত মুসাফাহা করা থেকে বিরত থাকুন।

৪. জ্বর, কাশি, সর্দি ইত্যাদিতে আক্রান্ত থাকলে ঘরে জোহরের নামাজ পড়ুন।

এছাড়া মহামারি আকার ধারণ করা এই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বেশি বেশি করে একটি দোয়া পড়ার আহ্বান জানিয়েছেন ইসলামী স্কলাররা। তারা সবাইকে সব সময় এই দোয়াটি পড়ার আহ্বান জানান।

اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، وسّيءِ الأَسْقامِ.

বাংলা উচ্চারণ:

আল্লাহুম্মা ইন্নি আ’য়ুজুবিকা মিনাল বারাছ, ওয়াল জুনুন ওয়াল জুযাম, ওয়া সায়্যিইল আসক্বাম।

বাংলা অর্থ:

হে আল্লাহ, আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনা সহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই।

[সুনান আবু দাউদ]’

আল্লাহ আমাদের সবাইকে সহীহ সালামতে রাখুন। আমীন। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি