ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

রোহিঙ্গা সমস্যার আশু সমাধান নেই: চীন [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ২১ মার্চ ২০১৮ | আপডেট: ২৩:০২, ২১ মার্চ ২০১৮

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো বলেছেন, “মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা সঙ্কট সমাধানের আশু কোনো সমাধান নেই। কারণ এটা একটা জটিল সমস্যা; ঐতিহাসিক, জাতিগত এবং ধর্মীয় বিষয় এতে জড়িত।”

বুধবার ঢাকায় চীনের নতুন রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো প্রথম সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্কটটি নিয়ে তার দেশের এই মনোভাবের কথা ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলন সাংবাদিকদের প্রশ্নে রোহিঙ্গা সঙ্কটের বিষয়টিতে নজর রাখার কথা জানান চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো।

তিনি বলেন, “আমরা আপনাদের অবস্থান সম্পর্কে জানি, আপনাদের উদ্বেগও বুঝি। আমরা আশা করি, বাংলাদেশ ও মিয়ানমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে এর সুষ্ঠু একটি সমাধান খুঁজে নেবে।”

মিয়ানমারের উপর প্রভাব থাকায় রোহিঙ্গা সঙ্কট অবসানেও চীনের ভূমিকার দিকে চেয়ে আছে বাংলাদেশ।

রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো আরও  বলেন, রোহিঙ্গা সঙ্কটে চীনের ‘কোনো স্বার্থ নেই’। এখানে চীন, ভারত, বাংলাদেশ ও মিয়ানমার কেউ কারও শত্রু নয়।

“আমাদের সবার এক শত্রু, সেটা হচ্ছে দারিদ্র্য; আমাদের এখন আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে। উন্নয়নই কেবল রাখাইনের সমস্যার সমাধান করতে পারে।” বাংলাদেশকে ‘গুরুত্বপূর্ণ প্রতিবেশী’ বলেও অভিহিত করেন ঝ্যাং জুয়ো।

গত বছরের অগাস্টে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান শুরুর পর লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসতে শুরু করে। এর আগেও চার লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে ছিল, এখন সব মিলিয়ে এই সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।

মুসলিম রোহিঙ্গাদের নিজেদের দেশের নাগরিক হিসেবে মানতে নারাজ বৌদ্ধপ্রধান দেশ মিয়ানমার। তারা এদেরকে বাংলাদেশ থেকে আসা অভিবাসী হিসেবে দেখে। তবে বাংলাদেশ ইতিহাস ঘেঁটে তথ্য দিয়ে বলছে, রোহিঙ্গারা মিয়ানমারেরই নাগরিক।

বিশ্বব্যাপী সমালোচনার মুখে মিয়ানমার বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়।এ নিয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও তার অগ্রগতি অত্যন্ত ধীর।

মিয়ানমারের প্রতিবেশী দেশ চীন বরাবরই বলছে, তারা রোহিঙ্গা সঙ্কট সমাধানে ‘গঠনমূলক’ ভূমিকা পালন করতে চায়; যদিও জাতিসংঘে নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে যে কোনো প্রস্তাব আটকে দিচ্ছে তারা।

নির্বাচনের বছরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেইজিং গভীর মনোযোগের সঙ্গে দেখছে বলেও জানান এই চীনের প্রতিনিধি।

বিশ্বের প্রভাবশালী এবং বাংলাদেশের উন্নয়নের অন্যতম প্রধান অংশীদার চীনের অবস্থান নানা কারণে গুরুত্বের সঙ্গে দেখা হয় বাংলাদেশে।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি