ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

রোহিঙ্গাদের আরেকটি তালিকা পাঠাবে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৩, ২৮ মার্চ ২০১৮ | আপডেট: ১১:১৭, ২ এপ্রিল ২০১৮

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমার সরকারকে আরেকটি তালিকা দেবে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় এই তালিকায় পাঁচ থেকে দশ হাজার রোহিঙ্গা শরণার্থীর নাম থাকতে পারে।

ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য গঠিত দ্বিতীয় যৌথ ওয়ার্কিং গ্রুপের এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বুধবার মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে আয়োজিত হয় ঐ সভা।

মন্ত্রণালয়ের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম গণমাধ্যমকে জানান যে, মিয়ানমার সরকারকে দেওয়ার জন্য দ্বিতীয় তালিকা প্রণয়নের কাজ চলছে। এছাড়াও প্রথম তালিকায় যাচাই এর পর মিয়ানমারের কর্তৃপক্ষের দেওয়া নামগুলো নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
তালিকা প্রণয়ন এবং প্রেরণের বিষয়টিকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে এই তালিকায় ৫ থেকে ১০ হাজার রোহিঙ্গার নাম থাকতে পারে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ১ হাজার ৬৭৩টি পরিবারের ৮ হাজার ৩২ জন রোহিঙ্গার প্রথম তালিকা মিয়ানমার সরকারকে দিয়েছিল। এ পর্যন্ত মিয়ানমার ৫৭০ রোহিঙ্গার নাম যাচাই করে বাংলাদেশকে ফিরতি তালিকা দিয়েছে। 

আজকের প্রস্তুতিমূলক সভায় উপস্থিত এক জ্যেষ্ঠ কূটনীতিক জানান, প্রত্যাবাসনের জন্য গঠিত দুই দেশের পররাষ্ট্র সচিবদের নেতৃত্বে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক আগামী মাসের শেষ সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থার সঙ্গে মূল চুক্তিটি সইয়ের জন্য প্রায় চূড়ান্ত হয়ে গেছে। আগামী সপ্তাহে এটি স্বাক্ষরিত হতে পারে।

প্রসঙ্গত, গত বছরের ২৫ আগস্ট রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর হামলা নির্যাতনের ঘটনায় প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে শরণার্থী আশ্রয় নেয়। এর আগে থেকে প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল।

এসএইচএস/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি