রোহিঙ্গা নারীকে ছুরিকাঘাতে হত্যা
প্রকাশিত : ০৮:৩৬, ৩০ মার্চ ২০১৮ | আপডেট: ১০:২৫, ৩০ মার্চ ২০১৮
কক্সবাজারের টেকনাফ ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে আহত ছুরা খাতুন (৪৫) নামে এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পালিয়ে গেছেন স্বামী আলী জোহার।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ছুরা খাতুন উনচিপ্রাং ক্যাম্পের সি-ব্লকের আলী জোহারের স্ত্রী।
টেকনাফ থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, মিয়ানমারে থাকার সময় সাত বছর কারাগারে ছিলেন আলী জোহার। ওই সময়ে ছুরা খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে প্রতিবেশী নূর কবিরের। পরে মিয়ানমারে সহিংসতার পর অন্যদের মত আলী জোহার স্ত্রীসহ পরিবার নিয়ে টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে এসে আশ্রয় নেয়। অন্যদিকে নূর কবিরও পরিবার নিয়ে একই ক্যাম্পে আশ্রয় নেন। ক্যাম্পে তাদের মধ্যে আবারও সম্পর্ক গড়ে ওঠায় গত বুধবার জোহার ঘরে না থাকার সুযোগে নূর কবিবের ঘরে যায় ছুরা। এতে ক্ষিপ্ত হয়ে ছুরাকে ছুরিকাঘাত করে জোহার। এসময় স্থানীয়রা ছুরাকে উদ্ধার করে ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
একে/
আরও পড়ুন