রোহিঙ্গাদের জমি দখল
বাংলাদেশি বৌদ্ধদের লোভ দেখাচ্ছে মিয়ানমার
প্রকাশিত : ১৩:১৭, ৩ এপ্রিল ২০১৮
রোহিঙ্গাদের জমি দখল করতে বাংলাদেশি বৌদ্ধদের লোভ দেখাচ্ছে মিয়ানমার। মিয়ানমার কর্তৃপক্ষ ডজনের বেশি বৌদ্ধ বাংলাদেশি পরিবারকে সীমান্ত অতিক্রম করে মুসলিম রোহিঙ্গা পরিত্যক্ত জমিতে আবাস গড়তে উদ্বুদ্ধ করছে। সোমবার ব্যাংকক পোস্ট এ খবর প্রকাশ করেছে।
বাংলাদেশের পাহাড় ও বন এলাকায় বসবাসরত ৫০ পরিবার `ফ্রি খাবার ও জমি`র লোভে এরইমধ্যে রাখাইন রাজ্যে পৌঁছেছে।
স্থানীয় কাউন্সিলর মুইং সুই থিওয়ি এএফপিকে বলেছেন, মার্মা ও ম্রো জাতিগর পরিবাররা তাদের বাড়ি ছেড়ে চলে গেছে। গত মাসে সাঙ্গু থেকে নিজেদের বাড়ি ছেড়ে গেছে ২২ পরিবার।
তথ্যসূত্র: ব্যাংকক পোস্ট।
আরও পড়ুন