ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

রোহিঙ্গাদের জন্য ভারতীয় ত্রাণ চট্টগ্রামে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৭, ৯ মে ২০১৮ | আপডেট: ০৮:৩৩, ১০ মে ২০১৮

রোহিঙ্গাদের জন্য ভারতের ৩৭৩ মেট্রিকটন ত্রাণ গ্রহণ করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

দেশটির হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা চট্টগ্রাম বন্দরে এই ত্রাণ হস্তান্তর করেন। রাখাইন ইস্যুতে ঢাকার পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভারতের দূত। হাসান ফেরদৌসের রিপোর্ট।

মিয়ানমারের বাস্তুচ্যুত লোকজনের জন্য ত্রাণ নিয়ে মঙ্গলবার বিকেলে নোঙ্গর করে ভারতের জাহাজ ‘আইএনএস ঐরাবত’।

বুধবার সকালে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে এসব ত্রাণ তুলে দেয়া হয়। যার মধ্যে আছে ১০৪ মেট্রিকটন গুঁড়ো দুধ, ১০২ মেট্রিকটন শুঁটকি, ৬১ মেট্রিকটন শিশুখাদ্য, ৫০ হাজার রেইনকোট ও ৫০ হাজার জোড়া গামবুট।

সহায়তা গ্রহণ করে, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে দিল্লির সহায়তা চান ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। রাখাইনের বাস্তুচ্যুত বিশাল জনগোষ্ঠী বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা।

রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের পাশে সরাসরি না দাঁড়ালেও, শুরু থেকেই ত্রাণ সহযোগিতা করছে ভারত।

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি