ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে মাসে দুই হাজার শিশুর জন্ম [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১০, ১৪ জুলাই ২০১৮

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতি মাসে জন্ম নিচ্ছে প্রায় দুই হাজার শিশু। এর মধ্যে ৭০ শতাংশই ক্যাম্পে প্রসব হওয়ায়, মা ও শিশুরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে।

তবে গর্ভবতী ও প্রসব পরবর্তী নারীর চিকিৎসা এবং নবজাতকদের পরিচর্যায় সরকারের পাশাপাশি কাজ করছে বিভিন্ন সংস্থা।

গত দশ মাসে কক্সবাজারে আশ্রয় নিয়েছে ৭ লাখের বেশি রোহিঙ্গা। আগে থেকে আশ্রয় নেওয়াসহ বাংলাদেশে এখন রোহিঙ্গার সংখ্যা প্রায় ১১ লাখ। বিভিন্ন সংস্থার তথ্যমতে, ক্যাম্পগুলোতে প্রতি মাসে প্রায় দুই হাজার শিশু জন্ম নিচ্ছে। উখিয়া ও টেকনাফ ক্যাম্পে গর্ভবতী নারীর সংখ্যা ২৫ থেকে ৩০ হাজার।

গত বছরের ২৬ আগষ্ট থেকে এ’ পর্যন্ত ১৮ হাজারের বেশি শিশুর মধ্যে ৭০ শতাংশেরই জন্ম হয়েছে ক্যাম্পে। এখানকার মা ও শিশুরা রয়েছে স্বাস্থ্যঝুঁকিতে।

ক্যাম্পে সেবা প্রদান কঠিন হলেও গর্ভবতী নারী ও শিশুদের নিয়ে সরকারের পাশাপাশি কাজ করছে দেশী-বিদেশী বিভিন্ন সংস্থা।

 

গর্ভবতী ও প্রসব পরবর্তী নারীর চিকিৎসা এবং নবজাতকদের পরিচর্যায় নানা উদ্যোগ নেয়ার কথা জানান সিভিল সার্জন।

বাংলাদেশে জন্ম নেয়া এ’সব শিশুর ভবিষ্যত কি হবে, তা নিয়েও শঙ্কিত স্থানীয়রা।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি