ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নৌকাডুবি : নাফ নদীতে আরও ১০ রোহিঙ্গার লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২১, ১৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ১২:৩৬, ১৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বহনকারী নৌকা ডুবে কক্সবাজারের নাফ নদীতে ১০ জনের মৃত্যু হয়েছেসোমবার ভোর রাতে টেকনাফ উপজেলায় শাহপরীর দ্বীপের ডাঙ্গাপাড়া পয়েন্টে দুর্ঘটনা ঘটে

টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান জানান, কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় এখন পর্যন্ত দশ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।

নৌকা ডুবির এ ঘটনায় ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কেউ নিখোঁজ আছে কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি পুলিশ।

নৌকা ডুবে প্রতি সপ্তাহেই রোহিঙ্গা হতাহতের ঘটনা ঘটছে। এর মধ্যে গত ২৮ সেপ্টেম্বর ৮০ জনকে বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় ৬০ জনের বেশি এবং ৮ অক্টাবর অপর দুর্ঘটনায় ৩০ জনের বেশি মারা গেছেন।

উল্লেখ্য, গত ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে দেশটির সেনাবাহিনী মুসলিম রোহিঙ্গাদের দমন অভিযান শুরুর পর পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগে থেকে আরও চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি