ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের উদ্দেশ্যে তুর্কি প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ২০ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলিদিরিম রোহিঙ্গা শরনার্থীদের অবস্থা সরেজমিন দেখতে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন । আজ বুধবার সকাল পৌনে দশটার দিকে ব্যক্তিগত বিমানে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন তিনি।
তুর্কি প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের শেষ দিন আজ। সেখান থেকেই তিনি বাংলাদেশ থেকে বিদায় নেবেন। কক্সবাজারে তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর আগে তিনদিনের সফরে সোমবার সন্ধ্যায় তিনি ঢাকা পৌঁছান। রোহিঙ্গাদের অবস্থা দেখার আগে তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি