ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জাতিসংঘের মিয়ানমারবিষয়ক দূত ইয়াংহি লি ঢাকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৮, ১৮ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১০:১২, ১৮ জানুয়ারি ২০১৮

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি সরেজমিনে দেখতে বুধবার রাতে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত (র‌্যাপির্টিয়ার) ইয়াংহি লি।

চলতি মাসেই তার মিয়ানমার যাওয়ার কথা থাকলেও সে দেশের প্রতিনিধিরা রাজী হয়নি। আজ রাত ১২টার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তিনি আগেই চলে এসেছেন।

এর আগে তিনি গত ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ এসেছিলেন। এবার সাতদিনের সফরে তিনি ঢাকা এসেছেন।

সফরে ইয়াংহি লি পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলি, পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সাথে সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি