ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সাবেক রোহিঙ্গা এমপিকে গ্রেফতার করেছে মিয়ানমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৮, ৬ মার্চ ২০১৮

মিয়ানমারের সাবেক এক রোহিঙ্গা এমপিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর আবারো হামলা হতে পারে আশঙ্কা করা হচ্ছে।

গত বুধবার দেশটির রাজধানী নেইপিদো থেকে দেশটির পার্লামেন্টের সাবেক সদস্য (এমপি) অং জ্য উইনকে ইয়াঙ্গুন বিমানবন্দর থেকে গ্রেফতার কর হয়। রাখাইনের স্বাধীনতাকামী রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরসাকে অর্থায়নে সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ব্রিটশি দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির সাবেক এমপি ও ধনকুবের অং জ্য উইনকে মিঙ্গালাদোন পুলিশ স্টেশনে আটকে রাখা হয়েছে। তাকে  গ্রেফতারের পাঁচদিন পেরিয়ে গেলেও এখনো জিজ্ঞাসাবাদ করেনি দেশটির পুলিশ। এর আগে তিনি রোহিঙ্গা অধ্যুষিত উত্তর আরাকান থেকে পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সাবেক এ এমপিকে গ্রেফতারের পর রোহিঙ্গাদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।  তাদের শঙ্কা সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযান এখন রাখাইন ছাড়িয়ে অন্য শহরেও ছড়িয়ে পড়ছে।

গত বছরের ২৫ আগস্ট রাখাইন সীমান্তে দেশটির নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে রোহিঙ্গা বিরোধী ক্লিয়ারেন্স অপারেশন শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। ওই অভিযানে এখন পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর এ অভিযানকে জাতিসংঘ জাতিগত নিধন হিসেবে উল্লেখ করেছে।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি