ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আরসা’য় আস্থা নেই রোহিঙ্গাদের [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪০, ৯ মার্চ ২০১৮ | আপডেট: ১৭:৪০, ৯ মার্চ ২০১৮

রাখাইনের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি -আরসা প্রতি আস্থা নেই রোহিঙ্গা শরণার্থীদের। বরং তারা মনে করেন, সংগঠনটি মিয়ানমারের সরকারেই তৈরি এবং রোহিঙ্গা উচ্ছেদের অজুহাত তৈরি করতে আরসাকে ব্যবহার করা হচ্ছে। সাধারণ রোহিঙ্গাদের এই বক্তব্যকে সমর্থন করেছেন শরণার্থী পর্যবেক্ষকরাও।

২০১৬ সালের ৯ অক্টোবর ও ২০১৭ সালের ২৪ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইনে পুলিশ চৌকিতে আরসার হামলা রোহিঙ্গাদের জন্য বড় বিপদ বয়ে আনে।

আরসা নামের সংগঠনটি রোহিঙ্গাদের অধিকার আদায়ের জন্য নয়, বরং মিয়ানমার সরকারেরই এজেন্ডা বাস্তবায়ন করছে বলে মত অধিকাংশ রোহিঙ্গাদের।

রাখাইনে পুলিশ চৌকিতে আদৌ কি আরসা হামলা করেছিল? তারা আসলে কারা- এ প্রশ্নই এখন বাস্তুচ্যুত রোহিঙ্গাদের।

স্থানীয় পর্যবেক্ষকরা শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের কাছ পাওয়া তথ্য বিশ্লেষণ করেছেন। তারা বলছেন, আরসা যে মিয়ানমারের স্বার্থে উসকানিমূলক কর্মকান্ড করছে সেটা অনেকটা পরিষ্কার।

রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সমন্বয়ক মাহমুদুল হক চৌধুরী বলেন, মিয়ানমারের উদ্দেশ্য পরিপূরণ করার জন্যই আরসা বিভিন্ন উসকানিমূলক কাজ করে চলেছে। তাদের মূল লক্ষ্য রোহিঙ্গাদের দাবি আদায় নয়।   

এদিকে, বৃহষ্পতিবার টেকনাফে র রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত বনের অন্তত ৪০টি পয়েন্টে আগুন লাগার ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।  এটি নাশকতা বলে পুলিশ ধারণা করছে। তবে এখন পর্যন্ত এঘটনায় কোন তদন্ত কমিটি হয়নি।

ভিডিও লিংক:


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি