স্যামসাং গ্যালাক্সী এস-নাইন প্লাসের প্রি-অর্ডারে উপচে পড়া ভিড়
প্রকাশিত : ২০:০৮, ১২ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:৫৭, ১৩ মার্চ ২০১৮
বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল ফোন নির্মাণকারী প্রতিষ্ঠান স্যামসাং এর নতুন মডেল ‘গ্যালাক্সী এস-নাইন প্লাসে’র প্রি-অর্ডার দিতে ভিড় করছেন আগ্রহী ক্রেতারা। স্যামসাং এর নতুন মডেলের ফ্ল্যাগশিপ ডিভাইসটি আগেভাগে বুকিং করতেই ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলের নিচতলায় স্যামস্যাং এর শো-রুমে মুঠোফোনটি প্রি-বুকিং দিতে আগ্রহীদের দীর্ঘ লাইনে দাড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। শো-রুমের গন্ডি পেরিয়ে লাইন চলে যায় দোকানের বাইরে।
এস-নাইন প্লাসের প্রি-অর্ডার দিতে আসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিথিলা জাহান বলেন, “মুঠোফোনটি বাজারে আসার অনেক আগে থেকেই ফোনটির জন্য অপেক্ষা করছিলাম। এরপর যখন বাংলাদেশে ফোনটি এসেছে বলে জানলাম তখন আর অপেক্ষা করতে পারছিলাম না। আজ প্রি-অর্ডার করলাম। এখন তাড়াতাড়ি ফোনটি হাতে পেলেই হয়”।
এস-নাইনকে ঘিরে এত আগ্রহ কেন জানতে চাইলে হামিদ আবদুল্লাহ নামের একজন ই-কমার্স ব্যবসায়ী বলেন, “আমার ব্যবসার জন্য মাঝে মাঝেই পণ্যের ছবি তুলতে হয়। এরজন্য ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন হয়। এস-নাইনে সেই প্রযুক্তিই আনা হয়েছে। তাই ভাবলাম ডিএসএলআরের বিকল্প হিসেবে ই ফোনটিই কিনে ফেলি”।
গ্রাহকদের এমন সাড়া পেয়ে খুশি স্যামসাং বাংলাদেশও। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক শাহরিয়ার হোসেন ইটিভি অনলাইনকে বলেন, “ফ্ল্যাগশিপ ফোনগুলো নিয়ে ক্রেতাদের বরাবরই আগ্রহ থাকে। আর তাই আমরা চেষ্টা করি তাদেরকে সেরা পণ্যটিই দিতে। এস-নাইন প্লাসের প্রি-অর্ডারে গ্রাহকদের এমন আগ্রহ থেকে আমরাও আনন্দিত। আশা করছি ক্রেতারা এটির ব্যবহার উপভোগ করবেন”।
গত ৮ মার্চ থেকে এর প্রি-অর্ডার নেওয়া শুরু হয়। চলবে চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত। আগামী এপ্রিল মাসে গ্রাহকেরা মুঠোফোনটি হাতে পাবেন বলে ধারণা করা হচ্ছে।
স্যামসাং গ্যালাক্সী এস-নাইন প্লাসের দাম ধরা হয়েছে এক লক্ষ ৫ হাজার ৯০০টাকা। তবে যারা প্রি-র্ডার দিচ্ছেন তারা এর সাথে পাবেন প্রায় ৬ হাজার টাকা মূল্যের ওয়ারলেস চার্জার।
গ্যালাক্সী এস-নাইন প্লাসের বিষয়ে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
আরও পড়ুন