ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

৩০ বছর আগেই আইফোনের ডিজাইন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ২১ মার্চ ২০১৮

আজকের যুগের আইফোন, মটো রকার, মোবাইল ফোনের জনপ্রিয়তারও আগে অ্যাপল ফোন তৈরিতে হাত দিয়েছিল। সে ফোনটির নাম দেয়া হয়েছিল আইফোন নয়, নাম ছিল ম্যাকফোন।

ল্যান্ডফোন আর ম্যাক কম্পিউটারের সমন্বিত ডিভাইসটিকে বলা যায় আজকের স্মার্টফোনের পূর্বপুরুষ।

ম্যাকফোন কনসেপ্ট হিসেবে ১৯৮০ সালে ডিজাইন করেছিলেন হার্টমুট এসলিঞ্জার। ফ্রগ ডিজাইন ফার্মের প্রতিষ্ঠাতা এসলিঞ্জার অ্যাপলকে নতুন চেহারা দেয়ার দায়িত্ব পেয়েছিলেন। অর্ধেক ল্যান্ডফোন, অর্ধেক সাদাকালো স্ক্রিনের স্টাইলাসচালিত ট্যাবলেট ডিভাইসটি আদৌ কখনো তৈরি করা হয়েছিল কিনা জানা যায়নি। তবে ডিভাইসটির কিছু মডেল আজও আছে।

সে সময়ের হার্ডওয়্যারে এরকম হালকা-পাতলা ও শক্তিশালী ডিভাইস তৈরি একেবারেই সম্ভব ছিল না। তবে এই ডিজাইনটি পরে আইফোন ও আইপ্যাডের ডিজাইনকে প্রভাবিত করেছে সন্দেহ নেই।

এরকম ভবিষ্যতমুখী ডিজাইন ছাড়া প্রযুক্তি এগিয়ে নেয়া কঠিন। তবে এখন তৈরি সম্ভব নয় বলে ডিজাইন করা কখনোই থেমে থাকেনি।

কেআই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি