ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ফেসবুক গ্রুপ থেকে কাউকে রিমুভ করবেন যেভাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৩, ২১ মার্চ ২০১৮ | আপডেট: ১০:৩৫, ২২ মার্চ ২০১৮

ফেইসবুকে নানান বিষয়ের ওপর ভিত্তি করে বিভিন্ন রকমের গ্রুপ রয়েছে। যেমন  বই পড়ুয়াদের গ্রুপ রয়েছে, তেমনি আছে মেইকআপ কেনাবেচা করার গ্রুপ।

অনেক সময় গ্রুপের সদস্যরা বিষয়কভিত্তিক আলোচনা বা পোস্ট করা বাদ দিয়ে স্প‍্যামিং ছড়ানোর কাজে ব্যস্ত থাকেন। যা গ্রুপের পরিবেশন নষ্ট করে। অন্যদের বিব্রত করে।

স্প‍্যামিং ছড়ানো এই মেম্বারদেরকে আপনি গ্রুপ থেকে রিমুভ করতে পারেন। গ্রুপের এডমিনরা কীভাবে এরূপ মেম্বারদেরকে রিমুভ করবেন তা একটি টিউটোরিয়ালের মাধ্যমে তুলে ধরা হলো।

আপনি যে গ্রুপের এডমিন সেই গ্রুপে গিয়ে ডান পাশে থাকা মেম্বার অপশনটিতে ক্লিক করতে হবে।

এরপর মেম্বারদের তালিকা প্রদর্শিত হবে। যে মেম্বারকে রিমুভ করতে চান যদি তাকে খুঁজে না পান তাহলে উপরে থাকা ‘find a member’ অপশনে গিয়ে নাম লিখলেই হবে।

তারপর নতুন একটি পপআপ পেইজ প্রদর্শিত হবে। সেখানে মেম্বারকে রিমুভ করার সঙ্গে সঙ্গে তার ৭দিনের পোস্ট, মন্তব‍্য রিমুভ করা এবং গ্রুপ থেকে ব্লক করতে চান কিনা তা নির্ধারণ করতে দেওয়া হবে। সবশেষ ‘confirm’বাটনে ক্লিক করতে হবে।

এভাইবেই পুরো প্রক্রিয়াটি অনুসরণ করে গ্রুপে স্প্যাম ছড়ানো সদস্যটিকে রিমুভ করা যাবে।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি