ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ফেসবুক মুছে ফেলতে বললেন হোয়াটস অ্যাপ প্রতিষ্ঠাতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০১, ২১ মার্চ ২০১৮

ফেসবুক নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে কোণঠাসা ফেসবুকের দিকে এবার আঘাত করল হোয়াটস অ্যাপের অন্যতম প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাকটন।

আজ বুধবার এক টূইট বার্তায় হোয়াটস অ্যাপ প্রতিষ্ঠাতা দলের সদস্য ব্রায়ান বলেন, “ফেসবুক ডিলিট করার সময় এসেছে। তিনি #deletefacebook হ্যাশট্যাগ ব্যবহার করেন এই টুইটে”।

হোয়াটস অ্যাপ ২০১৪ সালে ১৯ বিলিয়ন ডলারে কিনে নেয় মার্ক জুকারবার্গের ফেসবুক। গত বছরের সেপ্টম্বর পর্যন্ত ফেসবুকের সাথে ছিলেন ব্রায়ান। আর তাই ব্রায়ানের এমন বক্তব্যে রীতিমত আলোড়ন পরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

ব্রায়ানের হ্যাশ ‘ট্যাগ ডিলেট ফেসবুক’ ইতোমধ্যে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সাড়া জাগাতে শুরু করেছে। #deletefacebook হ্যাশট্যাগ ব্যবহার করে অনেকেই ফেসবুকের বিরুদ্ধে কথা বলছেন।

সাম্প্রতিক সময়ের ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেংকারি এই পালে আরও হাওয়া জোগাচ্ছে।

সূত্র: ইন্টারনেট

//এস এইচ এস//টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি