ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ফেসবুকের ভুলে মাশুল গুনবে সবাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ২৩ মার্চ ২০১৮

 ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ী হওয়ার পেছনে ফেসবুকের ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। ওই সময় ফেসবুকের প্রায় পাঁচ কোটি গ্রাহকের তথ্য বেহাত হয়ে যাওয়ায় জনপ্রিয় এই সামাজিক মাধ্যমটির ওপর আঙুল তোলা হয়। আর এবার সরাসরিই সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে ফেসবুকের বিরুদ্ধে।

কেমব্রিজ অ্যানালিটিকা নামের একটি প্রতিষ্ঠানের অ্যাপ ব্যবহারের অনুমতি দিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ। এ সুযোগেই কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি, যা পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করা হয়।

সম্প্রতি এ সামাজিক মাধ্যমটির তথ্য কেলেঙ্কারির ঘটনায় নড়েচড়ে উঠেছে গোটা প্রযুক্তি জগৎ। ভুলটা অবশ্য ফেসবুকেরই। কিন্তু এর খেসারত দিতে হবে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে শুরু করে ক্ষুদ্র পরিসরের সফটওয়্যার ডেভেলপার সবাইকেই।

জানা গেছে, গ্রাহকদের তথ্য ব্যবহার বিষয়ে তদন্তে নামছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতারা। আর এর ফলে যে নতুন নীতিমালা আসবে, তা প্রভাব ফেলবে প্রায় সব প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ওপর।

তথ্যসূত্র: রয়টার্স।

একে/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি