ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

এবার `ফোল্ডেবল` আইফোন আনছে অ্যাপল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৩, ২৫ মার্চ ২০১৮

`ফোল্ডেবল স্মার্টফোন` নিয়ে আলোচনা বহুদিনের। কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং এ প্রযুক্তিতে অনেক দূর এগিয়েছে। তারা যেকোনো সময় ভাঁজ করতে সক্ষম এমন মোবাইল ফোন বাজারে আনবে।

তবে এমন ফোনের বাজারের অংশীদার যদি অ্যাপলও হয়, তাহলে বিষয়টা কোথায় দাঁড়াবে? হ্যা ঠিক তাই, বলা হচ্ছে, আগামী ২০২০ সালে ভাঁজ করতে সক্ষম এমন ফোন বাজারে আনবে অ্যাপল।

কুপার্তিনোর এ কোম্পানি ইতিমধ্যে নতুন ডিজাইন নিয়ে কাজ শুরু করেছে। তাদের ভাঁজ করতে সক্ষম আইফোনটি হবে অনন্য। ভাঁজ খুললে এটি হবে ট্যাবলেট। আর ভাঁজ করলে হবে আইফোন।

সিএনবিসি এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে ফোল্ডেবল আইফোন বাজারে আসবে। এ নিয়ে অ্যাপল তার এক এশিয়ার পার্টনারের সাথে কাজ করছে। নতুন আইফোনের ভাঁজ খুললেই ট্যাবে রূপান্তরিত হবে।

এর আগে ২০১৭ সালে অ্যাপল জানিয়েছিল তারা ভাঁজ করা যায় এমন স্ক্রিন নিয়ে এলজি`র সাথে কাজ করছে। তখন খবর ছড়ায়, ২০২০ সালে ফোল্ডেবল আইফোনের ওলেড ডিসপ্লে প্যানেল নিয়ে কাজ চলছে। তবে এ ফোন বাজারে আনতে এলজি বা স্যামসাংও থেমে নেই। বলা যায়, ভবিষ্যতে এ ফোল্ডেবল মোবাইল বাজার মাত করবে। সূত্র : গেজেটস

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি