ফোনের কনফিগারেশন জানবেন যেভাবে
প্রকাশিত : ১৬:৫৫, ১০ এপ্রিল ২০১৮
ফোন বা ট্যাব কেনার আগেই আমরা দেখে থাকি ডিভাইসটিতে কী ধরনের কনফিগারেশন রয়েছে। কিন্তু ফোনটি কেনার পরে কনফিগারেশন ঠিক আছে কি-না তা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। এক্ষেত্রে কনফিগারেশন সম্পর্কে যা বলা আছে সেগুলো ঠিক আছে কি-না তা যাচাই করে নিতে হয়। এ জন্য ফোনে ‘ডিভাইস ইনফো’ নামে একটি অ্যাপ ফোনের কনফিগারেশন সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবে। এক নজরে দেখে নিন অ্যাপ্লিকেশনটির ফিচার সমূহ-
১. অ্যাপটিতে ডিভাইসের কনফিগারেশন তথ্য দেখা যাবে।
২. অ্যাপের বাম পাশে থাকা মেনুতে ক্লিক করলে ডিভাইসের যে বিষয়ের কনফিগারেশন দেখা প্রয়োজন তা দেখা যাবে।
৩. অ্যাপটিতে ওএস, সেন্সর, ব্যাটারি, নেটওয়ার্ক, সিম, ক্যামেরা, স্টোরেজ ইত্যাদি হার্ডওয়্যার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
৪. ব্যবহারকারীরা ডিভাইসে কি কি অ্যাপ ইন্সটল করা রেখেছে তা জানা যাবে ‘user apps’ অপশন থেকে।
৬. অফলাইনে কাজ করবে অ্যাপটি। তাই ডাউনলোডের পরে ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহার করা যাবে এটি।৪.৮ রেটিং প্রাপ্ত অ্যাপটি এ পর্যন্ত ১০ হাজারের বেশি বার ডাউনলোড করা হয়েছে গুগল প্লে স্টোর থেকে। এই ঠিকানা https://play.google.com/store/apps/details?id=com.quixom.deviceinfo থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে অ্যাপটি।
একে//এসি
আরও পড়ুন