শিশুদের তথ্যও নিচ্ছে ইউটিউব!
প্রকাশিত : ২৩:২৪, ১০ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:৪৫, ১২ এপ্রিল ২০১৮
শিশু নিরাপত্তা আইন ভাঙার অভিযোগ ওঠেছে ইউটিউবের বিরুদ্ধে। আর এ অভিযোগ এনেছে চাইল্ড সেইফটি অ্যান্ড প্রাইভেসি অ্যাডভোকেসি গ্রুপ নামে যুক্তরাষ্ট্রের একটি সংগঠন। ইউটিউব ১৩ বছরের ছোট শিশুদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে বলে অভিযোগ সংগঠনটির। এ বিষয়ে সংগঠনটি ফেডারেল ট্রেড কমিশনে (এফটিসি) অভিযোগ দায়ের করেছে।
২৩ সদস্যের এ সংগঠনটির অভিযোগ, শিশুদের কাছ থেকে তথ্য নেওয়ার বিষয়টিও অভিভাবকদের জানানো হচ্ছে না।
জানা গেছে, সংগঠনটি কমার্শিয়াল ফ্রি চাইল্ডহুড নামেও একটি ক্যাম্পেইন চালায়। ক্যাম্পেইনটির পক্ষ থেকে নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিও দেওয়া হয়।
সেখানে তারা জানায়, শিশুদের জন্য পরিচালিত সব ওয়েবসাইটেরই উচিত বাচ্চাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিষয়টি তাদের অভিভাবকদের জানানো।
তারা বলছে, বাচ্চাদের ব্রাউজ করার অভ্যাস ও লোকেশন ডেটা ব্যবহার করে বিজ্ঞাপন প্রচার করা হয়। কিন্তু ইউটিউবের পলিসিতে লেখা আছে, ১৩ বছরের কম বয়সী কারও ইউটিউব ব্যবহার করা উচিত না। কিন্তু ইউটিউব খুব ভালো করেই জানে তাদের ওয়েবসাইটটি বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয়। তাদের অনেকগুলো চ্যানেলেই রাইম ভিডিও, কার্টুন, খেলনার বিজ্ঞাপন দেখানো হয়ে থাকে। কিন্তু তাদের সুরক্ষা দিতে তারা কোনও পদক্ষেপই নিচ্ছে না।
ইউটিউবের প্যারেন্ট কোম্পানি গুগল বলেছে, বাচ্চাদের জন্য ইউটিউব নয়। তারা আরও জানায়, অভিযোগের কপি এখনও তাদের হাতে এসে পৌঁছায়নি। অভিযোগ পড়ে তারপর বিষয়টি খতিয়ে দেখা হবে। তাদের অ্যাডভার্টাইজার টুরে বাচ্চাদেরকে টার্গেট করার কোনও অপশন রাখা হয়নি। বাচ্চাদের জন্য ইউটিউব কিডস অ্যাপ নামে তাদের আলাদা একটি অ্যাপই রয়েছে।
সুত্র: বিবিসি
একে//টিকে
আরও পড়ুন