নতুন চেহারায় আসছে জিমেইল
প্রকাশিত : ২১:১০, ১২ এপ্রিল ২০১৮ | আপডেট: ২১:১৩, ১২ এপ্রিল ২০১৮
শিগগিরই নতুন নকশায় জিমেইলকে দেখতে পাবেন ব্যবহারকারীরা। নকশায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা কথা জানিয়ে গুগল বলছে ব্যবহারকারীকে নতুনত্বের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ পরিকল্পনা হাতে নিয়েছে ইন্টারনেট জায়ান্ট প্রতিষ্ঠানটি।
জিমেইল ওয়েব সংস্করণে স্মার্ট রিপ্লের মতো নতুন ফিচার যুক্ত হবে বলে জানিয়েছে জায়ান্ট প্রতিষ্ঠানটি। এ ছাড়া জিমেইল অ্যাপ থেকে সরাসরি ক্যালেন্ডার ব্যবহারের মতো অন্যান্য গুগল অ্যাপ ব্যবহারের সুযোগ থাকছে।
গুগল সম্প্রতি জি স্যুট অ্যাডমিনদের কাছে একটি বার্তা পাঠিয়েছে। গুগল জানিয়েছে, জিমেইলের ডেস্কটপ সংস্করণের জন্য নতুন এই সংস্করণটি আসবে। নতুন ফিচার ও নকশার বিষয়টি নিশ্চিত করেছে গুগল কর্তৃপক্ষ। তারা বলেছে, জিমেইলে বড় ধরনের পরিবর্তন নিয়ে কাজ চলছে। তবে অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাপ ব্যবহারকারীরা ইতোমধ্যে বেশ কিছু নতুন ফিচার পাচ্ছেন, সে বিষয়টি নিশ্চিত।
সূত্র: টেক শহর
এমজে/
আরও পড়ুন