ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

থ্রি ডি প্রিন্টারে তৈরি হবে বাড়ি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ২৬ এপ্রিল ২০১৮

থ্রিডি প্রিন্টারে নানারকম জিনিস তৈরির কথা সবাই শুনেছেন ইতিমধ্যেই। কিন্তু এবার থ্রিডি প্রিন্টারে তৈরি হবে বাড়ি। আর সেখানে আপনি বসবাস করতে পারবেন স্বচ্ছন্দেই।

আইকন নামে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি কোম্পানি এ প্রযুক্তির পরীক্ষামূলক কাজ শুরু করছে। বসতবাড়ির নকশা নামিয়ে বা নিজে তৈরি করে তা বাসযোগ্য বাড়ির আকারে ত্রিমাত্রিক মুদ্রণ করে দেয় প্রতিষ্ঠানটি। উন্নত প্রযুক্তি ও বড় আকৃতির এ ত্রিমাত্রিক মুদ্রণযন্ত্রের নাম ‘ভলকান’।

পৃথিবীর জনসংখ্যার প্রায় একশো কোটি মানুষ প্রতিদিন খোলা আকাশের নিচে ঘুমাতে যায়। মূলত বাড়ি তৈরির জায়গা, বাড়ি তৈরির খরচ কিংবা প্রযুক্তিগত সমস্যার কারণেই বিপুলসংখ্যক মানুষের মাথা গোঁজার ঠাঁই হয় না। কিন্তু যুক্তরাষ্ট্রের এ কোম্পানিটি এমন এক প্রযুক্তি নিয়ে এসেছেন যা সস্তায় এবং খুব কম জায়গার মধ্যে বাড়ি তৈরির ব্যবস্থা করে দেবে। থ্রিডি প্রযুক্তিতে তৈরি করা বাড়িটি শুধু মাথা গোঁজার মতোই হবে না সত্যিকার হয়ে উঠবে সুখের ঠিকানা।

বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ত্রিমাত্রিক মুদ্রণে তৈরি গাড়ির উৎপাদন এমনকি ঘরবাড়ির আসবাবও। আর সে কারণেই গোটা বাসযোগ্য ঘরটাই ত্রিমাত্রিক মুদ্রণে তৈরির কথা ভাবছে আইকন। গত মার্চ মাসে অস্টিনে ৩৫০ বর্গফুটের একটি নমুনা বাড়িও তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এমন একতলা একটি বাড়ি তৈরি করতে সময় লাগবে মাত্র দুই দিন। আর খরচও খুব একটা বেশি নয়, ১০ হাজার মার্কিন ডলার। স্বল্প সময়ের মধ্যে অত্যন্ত নিখুঁত আর নান্দনিক মডেলের বাড়ি তৈরি করতে প্রতিষ্ঠানটি থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি কাজে লাগানোর পথ খুঁজে বের করেছেন।

এই বাড়ির নিরাপত্তার দিক নিয়েও ভাবতে হবে না বাড়ির মালিককে। সেই বিষয়গুলো মাথায় রেখেই এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। বাড়ির দেয়াল মজবুত রাখতে ভেতর ও বাইরের দেয়ালে কংক্রিটের স্তর ব্যবহার করা হবে। তবে বাড়ি তৈরির মূল উপাদান হিসেবে কী থাকছে তা এখনও নিশ্চিতভাবে বলা হয়নি। আগামী বছরের মধ্যেই এ প্রকল্পের পূর্ণাঙ্গ কাজ শুরুর কথা রয়েছে। এই প্রযুক্তিকে কাজে লাগাতে পারলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য দ্রুত ঘর নির্মাণও করা সম্ভব। প্রতিষ্ঠানটির স্বপ্ন, মঙ্গলে সবতি গড়ে তুলতে এ ধরণের ত্রিমাত্রিক মুদ্রণের বাড়ি তৈরি করা।

সূত্র: ফরচুন

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি