ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

প্রযুক্তির সাহায্যে ভ্রমণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ৫ মে ২০১৮ | আপডেট: ১১:৫৩, ৫ মে ২০১৮

দিনের শুরুটাই হয় খবরের কাগজ হাতে অথবা চায়ের কাপে চুমুক দিয়ে৷ তারপর নিয়মের অফিস৷ দিনের শেষে সঙ্গী হয় ক্লান্তি৷ সারাদিনের হাজারো ব্যস্ততায় দিন কাটে যায়। এভাবেই সপ্তাহ, মাস পেরিয়ে যায়। তাই একটু প্রশান্তির জন্য বেরিয়ে আসতে পারেন দূরে বা কাছের কোনো দর্শণীয় স্থান। হ্যাঁ সে সুযোগ করে দিবে এবার প্রযুক্তি। এবার প্রযুক্তির সাহায্যে আপনি সহজেই আপনার দর্শণীয় স্থান খুঁজে পাবেন।

১) Travel Triangle-হলিডে ট্রিঙ্গেল ট্রাভেল প্রাইভেট লিমিটেড এর স্বীকৃতিপ্রাপ্ত সাইট হল Travel Triangle৷ নিজস্ব প্রতিনিধি দ্বারা সারা বিশ্বের মানুষকে পরিষেবা প্রদান করে সাইটটি৷ নিজের পছন্দমত প্যাকেজ বেছে নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা পান গ্রাহকরা৷ দেশের মধ্যে বা বাইরে যেকোন জায়গায় থেকে বেছে নিতে পারবেন পছন্দের জায়গাটি৷

২) Cleartrip- ভারতের ট্রাভেল সংস্থাগুলির মধ্যে Cleartrip অন্যতম৷ যার মাধ্যমে গ্রাহকরা নিজের খুব সহজেই বাছতে পারবেন মন মতো জায়গা৷ ২০১৮ র জানুয়ারিতে SATTE দ্বারা বেস্ট ট্রাভেল ব্লগের সন্মানে সন্মানিত হয় সাইটটি৷

৩) Tripoto- বিশ্বের সব থেকে বেশি মানুষ এটি ব্যবহার করেন৷ যেখানে ইউজাররা নিজেদের ভ্রমণকাহিনী শেয়ার করার সুযোগ পান, সঙ্গে অন্যানদের অভিজ্ঞতা জানারও সুযোগ পান৷ এছাড়া, পান দেশ বিদেশের নিত্যনতুন জায়গার সন্ধান৷

তথ্যসূত্র: কলকাতা ২৪ ঘণ্টা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি