ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

আসতে পারে বিজ্ঞাপনমুক্ত ফেসবুক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৫, ৫ মে ২০১৮

ফেসবুক এখন বিজ্ঞাপন দিয়ে চলছে। ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখাচ্ছে, বিনিময়ে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে টাকা নিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। বিজ্ঞাপনের চাপে অনেকেই বিরক্ত। তাই বিজ্ঞাপনমুক্ত ফেসবুক চালু করার জন্য ইতোমধ্যে গবেষণা শুরু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। আর সব কিছু ঠিক থাকলে বিজ্ঞাপন ছাড়া ফেসবুক চালু হতে পারে। এ জন্য অবশ্য ব্যবহারকারীকে এর জন্য অর্থ ব্যয় করতে হবে।

বিজ্ঞাপনমুক্ত ফেসবুক সংস্করণ চলবে কি না বা ব্যবহারকারীরা টাকা দিয়ে ফেসবুক ব্যবহার করবেন কি না, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। যদি গবেষণায় ইতিবাচক ফল আসে তাহলে বিজ্ঞাপনমুক্ত ফেসবুক চালু করবেব ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক বিজ্ঞাপনমুক্ত সাবস্ক্রিপশনভিত্তিক সংস্করণ নিয়ে বাজার গবেষণা শুরু করেছে। এখন ফেসবুক ব্যবহার করতে টাকা লাগে না বলে ফেসবুক ব্যবহারকারী বাড়ছে। কিন্তু অর্থের বিনিময়ে ফেসবুকের বিশেষ সংস্করণ চালু হলে ব্যবহারকারী বাড়ানো যাবে কি না, সে বিষয়টিও বিবেচনা করছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের ঘনিষ্ঠ সূত্রের বরাতে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও ফেসবুক এ ধরনের গবেষণা করেছে। তবে সম্প্রতি ‘কেমব্রিজ অ্যানালিটিকা’ ডেটা কেলেঙ্কারি নিয়ে প্রাইভেসি নিয়ে সমালোচনার মুখে পড়েছে ফেসবুক। এরপরই অর্থ খরচ করে ফেসবুকের সংস্করণ চলবে কি না, সে বিষয়টির ওপর বেশি জোর দিয়েছে ফেসবুক। এ পরিকল্পনা এখনো সামনে এগিয়ে নেওয়া হবে কি না, এ বিষয়টি নিশ্চিত হয়নি।

অর্থ খরচ করে ফেসবুক চালাতে হবে বা এ ধরনের কোনো সংস্করণ আসবে কি না? এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও প্রধান পরিচালনা কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ বিজ্ঞাপন রেখেই ফেসবুক চালানোর পক্ষে মত দিয়েছেন। চলতি বছরের প্রথম প্রান্তিকে আয় ঘোষণার সময়ে তারা বলেন, বিজ্ঞাপনযুক্ত বর্তমান ফেসবুকের ব্যবসার মডেলটিই বেশি উপযুক্ত। কারণ, এতে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। বিনা মূল্যের বলে সব ধরনের আয়ের মানুষই ফেসবুক ব্যবহার করতে পারেন। অবশ্য, তারা এও বলেন, এটাই ফেসবুকের ব্যবসা চালানোর একমাত্র পথ নয়।

স্যান্ডবার্গ বলেন, ফেসবুক থেকে অর্থ আয়ের আরও নানা উপায় নিয়ে চিন্তা করছি আমরা। এর মধ্যে সাবস্ক্রিপশনভিত্তিক পদ্ধতিও আছে। আমরা সব সময় সব ধরনের বিষয়গুলো বিবেচনা করে দেখি।

বিজ্ঞাপনমুক্ত সংস্করণ চালু হলে এর ব্যবহারকারী কমে যাবে বলেই মনে করা হয়। কারণ অর্থ দিয়ে অনেকেই ব্যবহার করতে চাইবেন না। আবার অনেকেই বিজ্ঞাপনমুক্ত হওয়ায় অনেকেই ব্যবহার করতে চাইবে। তাই এখন দেখার অপেক্ষায় ফেসবুক কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র: ব্লুমবার্গ, বিবিসি ও রয়টার্স।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি