ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বাজারে আসছে নতুন মাল্টি-বায়োমেট্রিক যন্ত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ৫ মে ২০১৮

দেশের বাজারে নতুন মাল্টি-বায়োমেট্রিক যন্ত্র নিয়ে এসেছে কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুব শিগগিরই বাজারে পাওয়া যাবে জেডকেটেকো ব্র্যান্ডের মাল্টি-বায়োমেট্রিক ফিঙ্গার ভেইন ও ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির স্বতন্ত্র উপস্থিতি এবং প্রবেশ নিয়ন্ত্রণ যন্ত্র।

এফভি ১৮ মডেলের এই ডিভাইসটি একই সঙ্গে ফিঙ্গার ভেইন ও ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত এবং প্রক্রিয়াকরণ করতে পারে। এতে ১.২ গিগাহার্জ সিপিইউ ব্যবহার করা হয়েছে। যার ফলে এটি খুব দ্রুত বায়োমেট্রিক তথ্য শনাক্ত ও প্রক্রিয়াকরণ করতে পারে। ডিভাইসটির ফিঙ্গার ভেইন ও ফিঙ্গারপ্রিন্ট ধারণক্ষমতা এক হাজার, পরিচয়পত্র ধারণক্ষমতা পাঁচ হাজার এবং তথ্য ধারণক্ষমতা এক লাখ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি