ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

গ্রুপ চ্যাটের জন্য নতুন অ্যাপস আনছে ইয়াহু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩০, ১০ মে ২০১৮

যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য মানুষ বিভিন্ন ধরণের অ্যাপস ব্যবহার করছে। এর ব্যবহার দিনদিন বাড়ছে। ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো ইনস্ট্যান্ট মেসেজিংয়ের অ্যাপগুলো অনেক জনপ্রিয়তা পেয়েছে। চ্যাটিং অ্যাপের ক্ষেত্রে আরেকটি নাম যুক্ত হতে যাচ্ছে। ইয়াহু সম্প্রতি গ্রুপ চ্যাটিং অ্যাপ্লিকেশন ‘স্কুইরেল’ উন্মুক্ত করেছে। এখন এই অ্যাপসটি পরীক্ষামুলকভাবে ব্যবহার করা হচ্ছে।
গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে শুধু আমন্ত্রিতরাই অ্যাপটি পরীক্ষা করে দেখার সুযোগ পাচ্ছেন।

অ্যাপটিতে মূলত গ্রুপ চ্যাটকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এ ছাড়া গ্রুপ চ্যাট ব্যবস্থাপনার নানা ফিচার আছে এতে।

গুগল প্লেতে যুক্ত করা বর্ণনা অনুযায়ী, স্কুইরেল অ্যাপটি ‘ডিসকর্ড’ ও ‘স্ল্যাক’ অ্যাপের সঙ্গে প্রতিযোগিতার জন্যই তৈরি করেছে ইয়াহু। এর বিশেষত্ব হচ্ছে প্রচলিত হোয়াটসঅ্যাপ বা উইচ্যাটের ফিচারগুলোর জায়গায় নির্দিষ্ট বিষয় ও মানুষ নিয়ে চ্যাট ‘রুম’ তৈরি করা যাবে। একটি মূল ‘রুম’ ফিচার থাকবে, যেখানে পুরো গ্রুপকে একসঙ্গে করার ও কোনো ঘোষণা দেওয়া যাবে। এ ছাড়া নোটিফিকেশন বন্ধ করার জন্য মিউট সুইচ থাকবে।

ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন কোম্পানির ব্যবহারের জন্য এ অ্যাপ তৈরি করেছে ইয়াহু। এতে ব্যক্তিগত গোপন চ্যাটের জন্য ‘সিক্রেট রুম’ থাকবে।

এতে প্রতিক্রিয়া জানানোর সুযোগ থাকবে। অন্যান্য অ্যাপের মতো ছবি, ডকুমেন্ট, লিংক শেয়ার করা যাবে এতে।


এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি