ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

মহাকাশে পাড়ি জমাল স্বপ্নের স্যাটেলাইট বঙ্গবন্ধু-১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:২০, ১২ মে ২০১৮ | আপডেট: ১৪:১১, ১২ মে ২০১৮

বেশ কয়েক দফা পিছিয়ে দেয়ার পর অবশেষে মহাকাশে পাড়ি জমিয়েছে বহু প্রতিক্ষীত বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১।
বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা ১৪ মিনিট থেকে ৬টা ২০ মিনিটের (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিট থেকে ২টা ২০ মিনিট) স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৭ মিনিটে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে করে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মহাকাশে পাড়ি জমানোর কথা ছিল। পরে সময় আরও ১৫ মিনিট বাড়িয়ে ৪টা ২ মিনিটে উৎক্ষেপণের কথা বলা হয়। তবে ৪টা ৭ মিনিটে উৎক্ষেপণের স্থগিতের কথা জানায় স্পেসএক্স।

কারিগরি জটিলতায় স্যাটেলাইটটি পাঠানো সম্ভব হয়নি বলে ওইসময় জানায় উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেসএক্স।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি