বিল্ড সম্মেলনে ডেভলপারদের নতুন সুযোগের ঘোষণা মাইক্রোসফটের
প্রকাশিত : ০০:০৬, ১৫ মে ২০১৮ | আপডেট: ১২:০৬, ১৫ মে ২০১৮
মাইক্রোসফট করপোরেশনের বার্ষিক ডেভলপার সম্মেলন মাইক্রোসফট বিল্ড ২০১৮- এ মাইক্রোসফট নেতৃবৃন্দ নতুন সব প্রযুক্তির প্রদর্শন করেছে। এসব প্রযুক্তি প্রত্যেক ডেভলপারকে মাইক্রোসফট অ্যাজুর ও মাইক্রোসফট ৩৬৫ সহ অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ডেভলপারে পরিণত হতে সহায়তা করবে।
প্রতিনিয়তই প্রযুক্তি ক্লাউড ও এজ সেবার মাধ্যমে ধারাবাহিকভাবে মানুষের জীবন ও কাজের ধরণকে পরিবর্তন করে যাচ্ছে। এমন সময় ডেভলপারদের জন্য এআই নির্মাণ এখন আগের চেয়েও অনেক বেশি জরুরি হয়ে পড়েছে।
নতুন এসব উদ্ভাবনের ঘোষণা ডেভলপারদের এআই নির্মাণ এবং মাল্টি ডিভাইস, মাল্টিসেন্স এক্সপেরিয়েন্স ও নতুন এআই- এর ২৫ মিলিয়ন মার্কিন ডলারের অভিগম্যতা কর্মসূচিতে সহায়তা করবে
সম্মেলনে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, ‘এখন আমাদের ইন্টেলিজেন্ট ক্লাউড ও ইন্টেলিজেন্ট এজের সময়।’ তিনি আরও বলেন, ‘প্রযুক্তির এ অগ্রগতি ডেভলপারদের জন্য অনেক সুযোগ নিয়ে আসবে এবং এর পাশাপাশি, আমরা যে প্রযুক্তি নির্মাণ করব, তা যেনো সবার জন্য আস্থা ও সুযোগ নিয়ে আসে এটা নিশ্চিত করার দায়িত্বও আমাদের ওপর চলে আসবে।’
বিশ্বাসযোগ্য এআই সুবিধাসম্পন্ন পণ্য, সেবা ও অনুশীলনের প্রতি মাইক্রোসফটের প্রতিশ্রুতি হিসেবে প্রতিষ্ঠানটি সবার জন্য এআই অভিগম্যতার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি আড়াই কোটি মার্কিন ডলারের পাঁচ বছর মেয়াদী কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির লক্ষ্য এআই এর ক্ষমতাকে বাড়িয়ে তোলার মাধ্যমে বিশ্বজুড়ে ১ বিলিয়নেরও বেশি বিশেষভাবে সক্ষম মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি করা। এ কর্মসূচির মধ্যে রয়েছে আর্থিক সহায়তা প্রদান, প্রযুক্তিগত বিনিয়োগ ও দক্ষতা এবং মাইক্রোসফট ক্লাউড সার্ভিসে অভিগম্যতার উদ্ভাবনে এআই- এর সংযুক্তি।
সম্মেলনে যে বিষয়গুলো উঠে আসে তার মধ্যে গুরুত্বপূর্ণ হল ইন্টেলিজেন্ট এজ ও ইন্টেলিজেন্ট ক্লাউড সেবার অগ্রহতি, নতুন যুগের জন্য ডাটা ও এআই ডেভেলপমেন্ট এবং মাল্টিসেন্স ও মাল্টিডিভাইজ অভিজ্ঞতা অর্জন ও তা বাড়ানো।
এছাড়াও যে কোন ভাষায় যে কোন প্ল্যাটফর্মে মডার্ন টুলিং ও এর অভিজ্ঞতা নিয়ে কাজ করার ঘোষণাও দেয়া হয় এই সম্মেলনে।
প্রসঙ্গত, মোবাইল-ফার্স্ট ও ক্লাউড ফার্স্ট বিশ্বের জন্য মাইক্রোসফট (নাসডাক ‘এমএসএফটি’) এর শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম ও প্রডাক্টিভিটি কোম্পানি। এর লক্ষ্য আরও বেশি কিছু অর্জনে পৃথিবীর প্রতিটি মানুষ ও প্রতিষ্ঠানের ক্ষমতায়ন।
//এস এইচ এস//
আরও পড়ুন