ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা প্রতিরোধে ব্রিটিশ যুবকের স্মার্ট ঘড়ি আবিষ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২১, ২ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত কোনও ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তাই সবাইকে মেনে চলতে হচ্ছে করোনার স্বাস্থ্যবিধি। বলা হয়েছে, চোখ, মুখ, নাক দিয়ে ঢুকে ভাইরাস সংক্রমণ ঘটায়। এই সতর্কতার পরও অনেকেই মুখে হাত, নাক-চোখ চুলকানোর অভ্যাসগুলো ছাড়তে পারেননি। এদের কথা চিন্তা করেই ব্রিটিশ এক যুবক ঘড়ি আবিষ্কার করেন, যা মুখে হাত থেকে বিরত রাখতে সহযোগিতা করবে।

১৫ বছর বয়সী এক ব্রিটিশ যুবক স্মার্ট ঘড়ি আবিষ্কার করেছেন। ম্যাক্স ম্যালিয়া নামের এই যুবকের দাবি, করোনা ভাইরাস প্রতিরোধে তার আবিষ্কৃত ঘড়িটি দারুণ কার্যকর। এই ঘড়ি মুখে হাত দেয়া থেকে বিরত রেখে সংক্রমণ থেকে দূরে রাখতে সক্ষম।

সংবাদ মাধ্যম সিএনএনকে ম্যাক্স বলেন, মহামারি করোনা সারা পৃথিবীর মানুষের জীবনে প্রভাব ফেলবে এটা স্পষ্ট হয়েছিল। ২০১৮ সালে ঠাণ্ডা এবং ফ্লু থেকে নিজেদের রক্ষায় ম্যাক্স এবং তার মায়ের মাথায় ঘড়ি আবিষ্কারের চিন্তা আসে। তবে করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি ঘড়িটি তৈরিতে সবচেয়ে বেশি কাজে দিয়েছে বলে জানান ম্যাক্স।

ম্যাক্স আরও জানান, এই ঘড়ি হাতের মুভমেন্ট নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করবে। হাত যেন কোনোভাবেই মুখ স্পর্শ না করে সেই বিষয়টি মনে করিয়ে দেবে। অর্থাৎ হাত মুখের কাছাকাছি গেলেই ঘড়ির ভেতর ভাইব্রেশন হবে। ঘড়ির মনিটরের মাধ্যমে দুই হাতের মুভমেন্ট নিয়ন্ত্রণ করা যাবে। রিচার্জেবল এই ঘড়িতে সিলিকন ওয়াটারপ্রুফ ব্যান্ড ব্যবহার করা হয়েছে। এতে হাত ধোয়া কিংবা পানিতে ভিজলেও নষ্ট হবে না।

ঘড়িটি চূড়ান্তভাবে বাজারে আনতে ৭৪ হাজার মার্কিন ডলারের প্রয়োজন। সেই লক্ষ্যে তিনি কাজও করছেন। বিভিন্ন জায়গা থেকে অর্থ সহযোগিতা ও প্রি-অর্ডারের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হচ্ছে বলে জানান ম্যাক্স। খুচরা বাজারে ঘড়িটির দাম পড়বে ১১১ ডলার। ২০২০ সালের সেপ্টেম্বর নাগাদ এটি বাজারে আসতে পারে বলে জানান ম্যাক্স।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি