ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা নিয়ে ভুল তথ্য ঠেকাবে ফেসবুক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ২২ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ নতুন একটি বিভাগ খোলার কথা জানিয়েছে। যদিও আগে থেকেই কোভিড-১৯ নিয়ে ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করতে ফেসবুক নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এবার শুধুমাত্র করোনা বিষয়ে ভুল ধারণাগুলো সরাতে আলাদা একটি বিভাগ খুলতে যাচ্ছে ফেসবুক। এর আগে গ্রাহককে মাস্ক পরতে উৎসাহিত করতে নোটিফিকেশন দেয়া এবং বিভ্রান্তিকর পোস্টগুলোকে অসত্য বলে চিহ্নিত করার মতো পদক্ষেপ নিয়েছে ফেসবুক। 

জনপ্রিয় এই সামাজিক মাধ্যমটিতে শিগগিরই ‘ফ্যাক্টস অ্যাবাউট কোভিড-১৯’ নামে নতুন এ বিভাগ দেখতে পাবেন এর গ্রাহকরা।

একটি টুইট পোস্টে ফেসবুক জানিয়েছে, ‘করোনাভাইরাস বিষয়ে সাধারণ ভুল ধারণাগুলো ভাঙবে ‘ফ্যাক্টস অ্যাবাউট কোভিড-১৯’ নামের এই বিভাগটি। টুইটের সঙ্গে দেয়া একটি নমুনা ছবিতে দেখা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বিশ্বাসযোগ্য সূত্র হিসেবে ব্যবহার করবে ফেসবুক। 

উল্লেখ্য, এর আগে ফেসবুক দাবি করেছিল, সামাজিক মাধ্যমের দায়িত্ব নয় সত্য-মিথ্যার বিচার করতে বসা। পাশাপাশি বিভ্রান্তিকর রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করতেও অস্বীকৃতি জানিয়েছিল এই প্রতিষ্ঠানটি।
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি