ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রযুক্তিগত অগ্রযাত্রায় ‘ভ্যালু বেইস একাডেমি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৭:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

দেশের প্রযুক্তি খাত দ্রুত বিকাশ করছে। একবিংশ শতাব্দীতে প্রযুক্তি উন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশকে প্রযুক্তিগত প্রতিযোগীতায় টিকে থাকার লক্ষে এগিয়ে চলতে ‘ভ্যালু বেইস একাডেমি’ সফলভাবে তাদের অ্যাপ্লাইড ডেটা সায়েন্স প্রোগ্রাম এর যাত্রা শুরু করেছে।

ভ্যালু বেইস একাডেমি হলো ডেটা সায়েন্স নিয়ে কাজ করার ইচ্ছাপূর্ণ লোকদের সম্পূর্ণ দক্ষতা বিকাশের একটি নির্ভরযোগ্য সমাধান।

বর্তমানে ডেটা সায়েন্স প্রতিটি ক্ষেত্রেই গুরুত্ব বহন করছে। প্রতিটি শিল্পকে সমৃদ্ধ করছে। ডেটা সায়েন্স সম্পর্কে জানার এবং শেখার আগ্রহ মানুষের মধ্যে তৈরি হচ্ছে। ভ্যালু বেইস একাডেমি বাংলাদেশি প্রফেশনালদের জন্য অ্যাপ্লাইড ডেটা সায়েন্স প্রোগ্রামটি ডিজাইন করেছে। ডেটা সায়েন্স এ আগ্রহীদের পাশে ভ্যালু বেইস থাকবে।

বর্তমানে শীর্ষস্থানীয় পেশাগুলোর মধ্যে ডেটা সায়েন্স এর অবস্থান সর্বাধিক চাহিদাযুক্ত চাকরিতে পরিণত হয়েছে। তাই ক্যারিয়ার গড়তে ডেটা সায়েন্স এর চাহিদা দেশেও অপরিসীম। ভ্যালু বেইস একাডেমি তাদের অ্যাপ্লাইড ডেটা সায়েন্স প্রোগ্রাম এর পঞ্চম ব্যাচের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চালু করেছে।

এখানে ক্লিক করুন

https://www.academy4value.com/apply

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি