ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেবা এগ্রোটেক এন্ড সিডস’র লজিস্টিক সল্যুশন পার্টনার হলো সহজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ২ মার্চ ২০২১ | আপডেট: ২০:১৭, ৩ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

সম্প্রতি সহজ লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে সেবা এগ্রোটেক এন্ড সিডস লিমিটেড। এই চুক্তির আওতায় এখন থেকে দেশব্যাপী সেবা এগ্রোটেক এন্ড সিডস লিমিটেডের ওয়ান স্টপ লজিস্টিক সল্যুশন পার্টনার হিসাবে কাজ করবে সহজ ট্রাক। 

এই চুক্তির ফলে সেবা এগ্রোটেক এন্ড সিডস এখন থেকে সহজ ট্রাকের সঙ্গে একাত্ম হয়ে কাজ করবে। বিশেষ করে শিপমেন্ট ফ্লোতে যেমন নিশ্চিত হবে “এন্ড টু এন্ড”মানসম্মত লজিস্টিক সেবা তেমনি ডিজিটাল সেবার মাধ্যমে সাপ্লাই চেইনে দূর হবে প্রতিবন্ধকতা। 

উল্লেখিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবা এগ্রোটেক এন্ড সিডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কাজী বোরহান আমিন এবং অ্যাসিসট্যান্ট ম্যানেজার সঞ্জীব কুমার সাহা। 

এছাড়া সহজের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার সগীর আহমেদ রবিন; সিনিয়র অপারেশন ম্যানেজার ওবায়দুল হক রনি, অপারেশন ম্যানেজার আল- আমিন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- সেলস টুটুল মজুমদার প্রমূখ। 
 
সহজ ট্রাকের সঙ্গে এই চুক্তি, সাপ্লাই চেইনে আরো দৃঢ়তা আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেবা এগ্রোটেক এন্ড সিডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কাজী বোরহার আমিন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি