ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ২৬ মার্চ ২০২১

আজ ২৬ মার্চ, শুক্রবার। বাংলাদেশের স্বাধীনতার দিবস ও জাতীয় দিবস। বিশেষ এই দিনে গুগল তার ব্যবহারকারীদের স্বাগত জানাচ্ছে বিশেষ ডুডলের মাধ্যমে।

এবারের স্বাধীনতা দিবসের মহিমা অন্য রকম। বাঙালির স্বাধীনতার ৫০ বছর পূর্তি হলো আজ। পুরো জাতি তাই আনন্দে উৎসবের মধ্যে উদ্‌যাপন করছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।

গুগলের হোমপেজে বৃহস্পতিবার রাত ১২টা অর্থাৎ শুক্রবার প্রথম প্রহর থেকেই বিশেষ ডুডল প্রদর্শিত হচ্ছে। এবারের ডুডলটিতে ফিচার হিসেবে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে ধরা হয়েছে। ব্যাকগ্রাউন্ডে নীল আকাশ।

গুগল লেখাটি শোভা পাচ্ছে ছোট্ট বক্স-আকারে। যে বক্স বাংলাদেশের পতাকার রং লাল-সবুজের রঙ্গে সজ্জিত হয়েছে।

ডুডলটির ওপর ক্লিক করলে স্বাধীনতা দিবস-সম্পর্কিত খবর, তথ্য প্রদর্শন করছে।

বেশ কয়েক বছর ধরেই স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। ২০১৩ সালে প্রথমবার স্বাধীনতা দিবসের ডুডল প্রদর্শন করেছিল গুগল কর্তৃপক্ষ।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি