ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিজের রকেটে মহাকাশ ভ্রমণে জেফ বেজোস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ২০ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

আমাজান ম্যাগনেট জেফ বেজোস আজ নিজের রকেটে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন। পৃথিবীর বাইরে মহাকাশ ভ্রমণ সুবিধা কার্যকর করে তুলতে এই নতুন শিল্পের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। 

মানুষের চন্দ্রে অবতরণের ৫২তম বার্ষিকীতে পশ্চিম টেক্সাস থেকে প্রথম এই ক্রু মিশন পরিচালনা করা হচ্ছে। এই মহাকাশ যাত্রায় ক্রুরা পৃথিবীর বায়ুমন্ডলের প্রান্তসীমায় কারমান লাইন অতিক্রম করে ১১ মিনিট সেখানে থাকবেন এবং ওজনহীন অবস্থা অনুভব করবেন এবং এরপরে পৃথিবীতে ফিরে আসবেন। 

বেসরকারী মহাকাশ ভ্রমণ সংস্থা ভার্জিন গ্যালাকটিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রানসন গত ১১ জুলাই মহাকাশ ভ্রমণে যান।

তবে ব্রানসনের মতো বেজোসও জোর দিয়ে বলেছেন, এটি কোন প্রতিযোগিতা ছিলনা। 

১৯৬১ সালে সোভিয়েত মহাকাশচারীর মহাকাশ ভ্রমণের মাইলফলক স্থাপনের কথা তুলে ধরে সোমবার এনবিসি টুডে শো’তে বেজোস বলেন, ‘প্রথম মহাকাশ ভ্রমণকারী রাশিয়ার  ইউরি গ্যাগারিন, এবং এটি অনেক আগে ঘটেছে।’

মহাশূন্যে মানুষের ভাসমান কলোনি তৈরির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেজোস (৫৭) ২,০০০ সালে ব্লু অরিজিন প্রতিষ্ঠাকরেন।

আবহাওয়া অনুকূল হলে ওয়েস্ট টেক্সাস মরুভূমির লাঞ্চ সাইট থেকে স্থানীয় সময় সকাল ৮টায় (১৩০০ জিএমটি) জেফ বেজোসের মহাকাশ যাত্রা শুরু হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি