ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ৮ সেপ্টেম্বর ২০২১

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ।রিঅ্যাকশনের ইমোজি নিয়ে আসছে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং এ প্লাটফর্মটি। হোয়াটসঅ্যাপ মেসেজে রিঅ্যাকশন ইমোজি না থাকা নিয়ে ব্যবহারকারীদের এতোদিনের অভিযোগ অবসান হতে চলেছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েব সাইট ডব্লিউবিটাইনফো হোয়াটসঅ্যাপের রিঅ্যাকশন নিয়ে একটি স্ক্রিনশট প্রকাশ করেছে। এতে পুরো বিষয়টি দেখানো হয়েছে। কোনো মেসেজের ডান দিকের নিচে রিঅ্যাকশন ইমোজিগুলো শো করবে। গ্রুপ চ্যাট এবং একক চ্যাটের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে হোয়াটসঅ্যাপের যে কোনো মেসেজে রিঅ্যাকশন দেওয়া যাবে। অর্থাৎ নিজের পাঠানো কোনো মেসেজে অথবা অন্য কেউ মেসেজ পাঠালে সেই মেসেজে ইমোজি রিঅ্যাকশন দেওয়া যাবে।

যেহেতু এই ফিচারটি নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে, তাই এই নতুন ফিচারটি লঞ্চ করার আগে এটিতে আরও বেশ কিছু পরিবর্তন আনতে পারে ।
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি