ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইন্টারনেট স্পিড চেক করার সহজ উপায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ৯ সেপ্টেম্বর ২০২১

বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া একটা দিনও চলার উপায় নেই। ব্যাপারটা এমন যে, ইন্টারনেট মানুষের মৌলিক চাহিদার তালিকায় যুক্ত হওয়া এখন সময়ের দাবি। আপনি-আমি যে ইন্টারনেট ব্যবহার করি, মাঝেমধ্যেই তার স্পিড বা গতি নিয়ে ঝামেলা পোহাতে হয়। কিন্তু আপনি কি জানেন, যে হাই স্পিড ইন্টারনেট অথবা মোবাইল কোম্পানীগুলোর তথাকথিত ফোর-জি নেটওয়ার্ক ব্যবহার করছেন সেগুলোর ডাউনলোড ও আপলোড স্পিড কত?

কখনো কি আপনার ইন্টারনেট স্পিড চেক করে দেখেছেন? কখনো কি কোম্পানীগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী সত্যিকারের স্পিড পাচ্ছেন কিনা তা চেক করেছেন? না চেক করলে আজই করতে পারেন। যে কোন গুরুত্বপূর্ণ কাজ করার আগে দেখে নিন আপনার ইন্টারনেট স্পিড কেমন? 

কিভাবে খুব সহজে চেক করবেন ইন্টারনেট স্পিড জেনেনিন-
ইন্টারনেট স্পিড চেক করতে চাইলে অনেক অ্যাপ্লিকেশন পেয়ে থাকবেন যেগুলোর সাহায্যে খুব সহজেই ইন্টারনেট স্পিড চেক করতে পারবেন। এর জন্য প্লে স্টোরে গিয়ে Internet speed checker লিখে সার্চ দিলে বিভিন্ন এপ্লিকেশন পেয়ে যাবেন। সেখান থেকে যে কোন একটি ডাউনলোড করে মোবাইলের স্পিড চেক করতে পারেন। 

কয়েকটি ওয়েবসাইটেরও নাম জেনে নিন-
* Fast.com
* Speedtest 
* Speedof
* Testmy
* Highspeedinternet
এমএম/ এসএ/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি