ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

গুগলে ডার্ক মোড চালু করবেন যেভাবে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ২৬ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৫:৪০, ২৬ সেপ্টেম্বর ২০২১

অবশেষে ডেস্কটপ সার্চের জন্য ‘ডার্ক থিম’ নিয়ে এলো গুগল। সম্প্রতি এই ফিচার চালুর ঘোষণা দেয় জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থাটির কর্তৃপক্ষ। ফলে এখন থেকে গুগল হোমপেজ, সার্চ রেজাল্ট পেজ, সার্চ সেটিং এবং অন্য অনেক অপশনে ডার্ক মোড সুবিধা পাওয়া যাবে।

ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাও তাদের এক প্রতিবেদনে জানায়, গুগল সার্চের এই পরিবর্তনটি প্রথম চেখে পড়ে গত বছরের ডিসেম্বরে। তখন পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারী এটি ব্যবহার করতে পেরেছিলেন। অন্যদিকে স্মার্ট ফোনে অনেক আগে থেকেই ডার্ক মোড সুবিধা উপভোগ করতে পারছেন ব্যবহারকারীরা।

ডেস্কটপে গুগল সার্চের ডার্ক মোড চালু করবেন যেভাবে-

  • প্রথমে আপনার ব্রাউজারে গুগল সার্চ ওপেন করুন;

  • এবার ওপরে ডান কোণায় থাকা সেটিংস অপশনে যান;

  • বাম দিক থেকে ‘অ্যাপিয়ারেন্স’ অপশনটি খুঁজে বের করুন;

  • এখানে আপনি তিনটি অপশন পাবেন। এগুলো হলো- ডিভাইস ডিফল্ট, ডার্ক ও লাইট;

  • তিনটি অপশন থেকে পছন্দমতো যে কোনও একটি বাছাই করে নিচে থাকা সেভ অপশনে ক্লিক করুন। 

এবার উপভোগ করুন আপনার পছন্দের যে কোনো একটি মোড।

ভিডিওতে দেখুন- 

এমএম//এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি