ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘বদলে যাচ্ছে’ ফেসবুকের নাম! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ২০ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নাম পরিবর্তন হচ্ছে বলে জানা গেছে। 

২৮ অক্টোবর প্রতিষ্ঠানটির বার্ষিক সভাতে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে দ্য ভার্জ।

প্রতিবছর ফেসবুকের কর্মীদের নিয়ে ‘কানেক্ট’ নামের একটি সম্মেলন হয়। ২৮ অক্টোবর সেই সম্মেলনেই ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। তবে তার আগেই নতুন নাম কী হবে তা জানা যেতে পারে।

যদিও এ ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি জাকারবার্গের। 

ফেসবুক নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের চলমান তদন্তের মাঝেই এমন পরিবর্তনের খবর পাওয়া গেল। 

বিপণন কৌশল হিসেবেই নাম পরিবর্তনের বিষয়টি সামনে এসেছে বলে দ্য ভার্জের প্রতিবেদনে। 

বলা হয়েছে, ফেসবুক শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মধ্য দিয়ে এর পরিসর বেড়ে যায়। 

এই পরিস্থিতিতে নাম পরিবর্তন করাটা অস্বাভাবিক নয় বলেও জানানো হয়েছে ওই প্রতিবেদনে। 

সূত্র: রয়টার্স

এসবি/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি